কোনটি সঠিক বানান?
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান- নিশীথিনী।
• নিশীথিনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়- নিশীথ+ইন্+ঈ।
অর্থ:
- গভীর রাত,
- রজনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
Created: 2 months ago
A
পুরষ্কার
B
নিষ্প্রভ
C
নিষ্পন্দ
D
নিষ্তব্ধ
✅ শুদ্ধ বানান
-
নিষ্প্রভ (অর্থ: প্রভাহীন, অনুজ্জ্বল)
-
পুরস্কার (অশুদ্ধ: পুরষ্কার)
-
নিস্পন্দ (অশুদ্ধ: নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (অশুদ্ধ: নিষ্তব্ধ)
📌 বানানের নিয়ম (বিসর্গ + ধ্বনি → ‘স’ বা ‘ষ’)
১. বিসর্গ + অ-ধ্বনি → সাধারণত ‘স’ যুক্ত হয়
উদাহরণ:
-
পুরঃ + কার → পুরস্কার
-
নমঃ + কার → নমস্কার
-
তিরঃ + কার → তিরস্কার
-
বনঃ + পতিঃ → বনস্পতি
২. বিসর্গ + ই-ধ্বনি → সাধারণত ‘ষ’ যুক্ত হয়
উদাহরণ:
-
বহিঃ + কার → বহিষ্কার
-
নিষ্ + কলঙ্ক → নিষ্কলঙ্ক
-
পরিঃ + স্পষ্ট → পরিষ্কার
-
নিষ্ + ফল → নিষ্ফল
-
নিষ্ + প্রভ → নিষ্প্রভ
-
জ্যোতিঃ + স্ক → জ্যোতিষ্ক
৩. তবে স্প / স্ত / স্থ থাকলে → ‘ষ’ হয় না
উদাহরণ:
-
নিস্পন্দ (না যে নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (না যে নিষ্তব্ধ)
-
দুস্থ (না যে দুষ্থ)
👉 অর্থাৎ, সহজভাবে মনে রাখার কৌশল:
-
অ-যুক্ত → স
-
ই-যুক্ত → ষ
-
স্প / স্ত / স্থ → স (না যে ষ)

0
Updated: 2 months ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 3 weeks ago
A
কর্ণেল
B
স্বয়ম্বর
C
একান্নবর্তী
D
সুচিষ্মিতা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কিছু শুদ্ধ ও অশুদ্ধ বানানের ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। সঠিক বানান জানা আমাদের সঠিকভাবে লেখালেখি ও উচ্চারণে সহায়তা করে। নিচে উদাহরণ দেওয়া হলো–
-
সঠিক বানান: একান্নবর্তী
-
পদ: বিশেষ্য পদ
-
অর্থ: একসঙ্গে আহার ও বসবাস করে এমন পরিবার, যৌথ পরিবার (joint family)
অশুদ্ধ ও শুদ্ধ বানানের কিছু উদাহরণ:
-
অশুদ্ধ: কর্ণেল → শুদ্ধ: কর্নেল
-
অশুদ্ধ: স্বয়ম্বর → শুদ্ধ: স্বয়ংবর
-
অশুদ্ধ: সুচিষ্মিতা → শুদ্ধ: শুচিস্মিতা

0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
বিভিষিকা
B
বিভীষিকা
C
বিভিষীকা
D
বিভীষীকা
শুদ্ধ বানানটি – ‘বিভীষিকা’। বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

0
Updated: 1 month ago