A
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
B
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
C
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
D
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
উত্তরের বিবরণ
• শুদ্ধ বাক্য: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ-
• তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
• সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
• সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
কোনটি শুদ্ধ?
Created: 1 week ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 week ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 2 weeks ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 2 weeks ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
কেবল মাত্র তুমি যাবে
B
এতে আশ্চার্য হলাম
C
বিবিধ জিনিস কিনলাম
D
এ সংবাদে সন্তোষ হলাম
প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া যাক:
শুদ্ধ বাক্য:
✅ গ) বিবিধ জিনিস কিনলাম — এই বাক্যটি শুদ্ধ।
এখন বাক্যগুলোর বিশ্লেষণ নিচে দেওয়া হলো:
ক) কেবল মাত্র তুমি যাবে
❌ ভুল — এখানে "কেবল মাত্র" বলা ভুল। এটি দুটি একই অর্থবোধক শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়েছে (Plonasm)।
শুদ্ধ রূপ: "কেবল তুমি যাবে" বা "মাত্র তুমি যাবে"
খ) এতে আশ্চার্য হলাম
❌ ভুল — "আশ্চর্য হওয়া" নয়, শুদ্ধ রূপ "আশ্চর্য হওয়া গেল" বা "আমি বিস্মিত হলাম"।
শুদ্ধ রূপ: "এতে আমি বিস্মিত হলাম" / "এতে আশ্চর্য হতে হলো"
গ) বিবিধ জিনিস কিনলাম
শুদ্ধ — "বিবিধ" মানে নানা রকম। তাই "বিবিধ জিনিস কিনলাম" বললে অর্থ ঠিক থাকে।
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
❌ ভুল — "সন্তোষ হলাম" বলাটা ভুল, কারণ "সন্তোষ" হয় অনুভূতি, ব্যক্তি নয়।
শুদ্ধ রূপ: "এ সংবাদে আমি সন্তুষ্ট হলাম"

0
Updated: 4 weeks ago