'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ-
A
সংসারী
B
সঞ্চয়ী
C
সংস্থিতি
D
সন্ন্যাসী
উত্তরের বিবরণ
গৃহী এবং সন্ন্যাসীর অর্থ ও বিপরীতার্থক শব্দ
-
গৃহী – যে ব্যক্তি সংসার বা গৃহস্থের জীবনযাপন করে।
-
সন্ন্যাসী – যে ব্যক্তি সংসার ত্যাগ করে, চতুর্থ আশ্রমে সন্ন্যাস গ্রহণ করেছে।
-
বিপরীতার্থক শব্দ – গৃহীর বিপরীত হলো সন্ন্যাসী।
কিছু সাধারণ বিপরীতার্থক শব্দের উদাহরণ
শব্দ | বিপরীতার্থক শব্দ |
---|---|
এঁড়ে | বকনা |
কৃষ্ণ | শুক্ল |
গলগ্রহ | প্রতিপাল্য |
গৃহীত | বর্জিত |
গুরু | লঘু |
গরিমা | লঘিমা |
অন্ধ | চক্ষুষ্মান |
উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
’ইষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পরিষ্ট
B
অনিষ্ট
C
হৃদিষ্ট
D
পুরুষ্টু
ইষ্ট
-
বিপরীত শব্দ: অনিষ্ট।
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে:
-
ইষ্ট অর্থ: কল্যাণ।
-
অনিষ্ট অর্থ: অপকার।
-
কিছু অশুদ্ধ ও অন্যান্য শব্দ
-
’পরিষ্ট’, ’হৃদিষ্ট’ → অশুদ্ধ শব্দ।
-
’পুরুষ্টু’ অর্থ: গোলাকার।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
-
ইহকালীন ↔ পরকালীন
-
ঈর্ষা ↔ প্রীতি
-
ঈশান ↔ নৈঋর্ত
-
উদ্ধত ↔ বিনীত
-
তাপ ↔ শৈত্য
-
আকুঞ্চন ↔ প্রসারণ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
১১) 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
সংকুচিত
B
একবর্ণা
C
সংহত
D
প্রসারণ
বিপরীতার্থক শব্দসমূহ:
-
আকুঞ্চন → প্রসারণ
-
সংকুচিত → প্রসারিত
-
সংহত → বিভক্ত
-
বিচিত্র → একবর্ণা
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ–
Created: 1 month ago
A
প্রাতীচ্য
B
প্রাচ্য
C
পশ্চিমা
D
পূর্ব পশ্চিম
পাশ্চাত্য: পশ্চিমাদেশীয়, প্রতীচ্য, ইউরোপীয় বা আমেরিকা দেশীয় পাশ্চাত্য শিক্ষা.; পশ্চাদ্বর্তী; পশ্চাৎ আগত। প্রাচ্য : পূর্বদেশীয়।

0
Updated: 1 month ago