বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
উত্তরের বিবরণ
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
Created: 2 weeks ago
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 2 weeks ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক

0
Updated: 1 month ago
ইঁদুর কপালে কী?
Created: 2 weeks ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
“ইঁদুর কপালে” একটি বাগধারা, যার অর্থ কোনো কিছু অসম্ভব বা অদ্ভুতভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। এটি সরাসরি বাস্তব ঘটনা বোঝায় না, বরং রূপক অর্থে ব্যবহার হয়।
-
প্রবাদ সাধারণত কোনো নীতিমালা বা শিক্ষা দেয়। যেমন: "অধীরের ধ্যান বৃথা।"
-
বাগধারা হলো কথার রূপক ব্যবহার, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।
-
সমস্তপদ হলো বাক্য বা পদ যা সব ধরণের শব্দ বা অর্থ ধারণ করে।
-
ব্যাসবাক্য হলো দীর্ঘ ও জটিল বাক্য, সাধারণত শাস্ত্রীয় লেখা বা দার্শনিক ভাব প্রকাশের জন্য।
এখানে “ইঁদুর কপালে” সরাসরি শিক্ষা বা নীতিমালা দেয় না, তাই এটি প্রবাদ নয়, বরং বাগধারা।

0
Updated: 2 weeks ago