A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
উত্তরের বিবরণ
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
Created: 2 weeks ago
A
সাহায্যকারী
B
তোষামুদে
C
বাদক
D
স্বাস্থ্যহীন লোক
• 'ঢাকের কাঠি' – এই বাগ্ধারাটি সাধারণত চাটুকার বা তোষামুদে ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: ঢাকের কাঠির মতো লোকদের কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
• 'ঢাকের বাঁয়া' – এ শব্দবন্ধটি অকেজো বা নিরর্থক কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও লাভ কী, মামুন তো ঢাকের বাঁয়া—কোনো কাজে লাগে না।
• 'ঢেঁকির কুমির' – এই বাগ্ধারাটি বোঝায় এমন লোকদের, যারা একেবারেই অযোগ্য বা নিরুদ্যম।
বাক্য: যারা ঢেঁকির কুমির, তারা চেষ্টা না করেই ব্যর্থতায় ডুবে থাকে।
• 'ঢাক পেটানো' – এর মাধ্যমে কোনো কিছুর ব্যাপক প্রচার বা প্রকাশ বোঝানো হয়।
বাক্য: মেয়েটির বয়স সতেরো—তা নিয়ে ঢাক পেটানোর মতো কিছু নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
Created: 2 weeks ago
A
তীরে পৌছার ঝক্কি
B
সঞ্চয়ের প্রবৃত্তি
C
মুমূর্ষু অবস্থা
D
আসন্ন বিপদ
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি।
- বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
- 'যখন তখন অবস্থা' বাগ্ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগ্ধারাটির অর্থ - আসন্ন বিপদ।
- 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্ধারাটির অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্ধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 days ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক

0
Updated: 2 days ago