''Such claim needs to be tested empirically'' suggest that-
A
The test should be based on assumption.
B
The test should be based on idea.
C
The test should be based on experience.
D
The test should be based on calculation.
উত্তরের বিবরণ
Empirically
-
English meaning: Based on experience or observation rather than theory.
-
Bangla meaning: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।
ব্যাখ্যা:
“Empirically” বলতে বোঝায় যে কোনো বিষয় পরীক্ষা বা যাচাই করা হবে বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বা পরীক্ষার মাধ্যমে, শুধুমাত্র ধারণা বা অনুমান থেকে নয়। উদাহরণস্বরূপ, “Such claim needs to be tested empirically” অর্থ: এই দাবিটিকে বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত।
সঠিক উত্তর:
✅ The test should be based on experience.
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
-
ক) The test should be based on assumption:
“Assumption” মানে অনুমান বা পূর্বধারণা। Empirical পরীক্ষা অনুমান বা মতামতের ওপর নির্ভর করে না, বরং বাস্তব প্রমাণের ওপর নির্ভর করে। -
খ) The test should be based on idea:
ধারণা বা আইডিয়ার ভিত্তিতে পরীক্ষা করা চিন্তাশীল বা তাত্ত্বিক হতে পারে, কিন্তু empirical পরীক্ষার ক্ষেত্রে এটি যথাযথ নয়। -
ঘ) The test should be based on calculation:
হিসাব বা গণনা করা আলাদা বিষয়; empirical পরীক্ষার মূল হলো পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা।
উৎস: Oxford English Dictionary: empirical – based on observation or experience rather than theory.

0
Updated: 1 month ago
Who has organized the meeting? [passive]
Created: 3 weeks ago
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?

0
Updated: 3 weeks ago
He is smart ___ to move from the place.
Created: 2 months ago
A
about
B
too
C
enough
D
so that
Correct Option: গ) enough
Full Sentence: He is smart enough to move from the place.
English Meaning: He has sufficient intelligence or cleverness to move from the place.
Bangla Meaning: সে জায়গা ছেড়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান।
Grammar Note: এখানে structure হলো “adjective + enough + to-infinitive”। এটি কোনো ব্যক্তির কোনো কিছু করার যোগ্যতা বা সক্ষমতা প্রকাশ করে।
-
এখানে “smart” হলো adjective
-
আর “enough” বোঝাচ্ছে তার বুদ্ধিমত্তা যথেষ্ট, যাতে সে সেই কাজটি করতে পারে।
Other Options:
ক) about
-
Meaning: concerning or relating to (সম্পর্কে)
-
এই প্রেক্ষাপটে grammatically fit করে না।
-
Example: He is worried about his exams.
খ) too
-
Meaning: more than necessary or acceptable (অত্যধিক)
-
“Too” সাধারণত "to + verb" এর আগে আসে কিন্তু এর মানে negative হয়।
-
Example: He is too smart to be fooled.
-
এখানে positive অর্থ দরকার, তাই enough সঠিক।
ঘ) so that
-
Meaning: in order to (যাতে)
-
এটি সবসময় subject + verb clause চায়, infinitive না।
-
Example: He is smart so that he can solve any problem.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
'Subject-Verb Agreement' refers to-
Created: 2 months ago
A
person only
B
number, person and gender
C
number and person
D
number only
Subject–Verb Agreement Rules
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.
2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.
3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.
অর্থাৎ, Subject–Verb Agreement 'Number and person' নিয়ে আলোচনা করে, Gender এর সঙ্গে এটি সংযুক্ত নয়।
তাই সঠিক উত্তর হবে Number and person.

0
Updated: 2 months ago