The expression 'take into account' means-
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
উত্তরের বিবরণ
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 month ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 month ago
What is the meaning of the word 'stanch'?
Created: 3 months ago
A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 3 months ago
'Razzmatazz' means-
Created: 2 months ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago