The expression 'take into account' means-
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
উত্তরের বিবরণ
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The idiom ''put up with'' means-
Created: 2 months ago
A
stay together
B
tolerate
C
keep trust
D
Protect
Put up with (idiom)
English Meaning: Tolerate or endure something.
Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
- stay together - একসাথে থাকা।
- keep quiet - ভরসা রাখা।
- protest - বাঁধা দেওয়া।
- tolerate - সহ্য করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate.

0
Updated: 2 months ago
Antonym of 'Rescind' is:
Created: 4 weeks ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 4 weeks ago
A sedentary lifestyle spells bad news for hips and thighs.
Here, 'sedentary' means:
Created: 1 month ago
A
Involving a lot of stress.
B
Doing hard work.
C
Involving mental and physical hardship.
D
Involving little exercise.
Sedentary হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কাজ বা জীবনধারা যেখানে শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম খুব কম হয়, অর্থাৎ অধিকাংশ সময় বসে থাকা বা কম সক্রিয় থাকা।
-
অর্থ:
-
ইংরেজিতে: Involving little exercise or physical activity.
-
বাংলায়: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকা; আসনাশ্রিত; আসনারূঢ়।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Quiescent – শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়
-
Inert – জড়; অচেতন
-
Stationary – স্থির; নিশ্চল; অনড়
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Dynamic – গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ
-
Vigorous – বলিষ্ঠ; তেজস্বী; প্রবল; তেজীয়ান
-
Animated – প্রাণবন্ত; উদ্দীপিত; অনুপ্রাণিত
-

0
Updated: 1 month ago