The verb 'succumb' means-
A
achieve
B
submit
C
win
D
conquer
উত্তরের বিবরণ
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 2 weeks ago
ILLUSIVE means
Created: 2 months ago
A
Not deceptive
B
Not certain
C
Not obvious
D
Not coherent
Illusive means - deceptive; illusory.
ক) Not deceptive - Near Opposite meaning
খ) Not certain - Near similar meaning
গ) Not obvious - Near similar meaning
ঘ) Not coherent - Near similar meaning
যেহেতু, 'most nearly similar or opposite in meaning' চাওয়া হয়েছে, এবং এখানে ৩টা Similar এবং একটা Opposite. তাই, সঠিক উত্তর 'ক) Not deceptive - Near Opposite meaning' এটা নেয়াই যুক্তিযুক্ত।
শব্দগুলোর অর্থ -
• Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
• Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
• Coherent - সংলগ্ন, একএ সম্মিলিত।
Source: Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago
What does "Wary" mean?
Created: 21 hours ago
A
The quality of being careful when using money or food
B
Relating to the enjoyment or study of beauty
C
To make someone feel weak
D
Careful or cautious
Wary (adjective)
English Meaning: Careful when dealing with somebody/something because you think that there may be a danger or problem.
Bangla Meaning: সতর্ক; সাবধান।
Example Sentences:
She was wary of getting involved with him.
The store owner kept a wary eye on him.

0
Updated: 21 hours ago
'Through thick and thin' means-
Created: 1 month ago
A
under all conditions
B
to make thick and thin
C
not clear in understanding
D
of great density
Through thick and thin
ইংরেজি অর্থ: যেকোনো পরিস্থিতিতে, যতই কঠিন হোক না কেন।
বাংলা অর্থ: সব ধরনের পরিস্থিতিতে / যেকোনো বাধা-বিপত্তি সত্ত্বেও।
উদাহরণ বাক্য: তারা ভালো-মন্দে একসাথে থেকে গেছে।
বাংলা অর্থ: তারা সব ধরনের সমস্যা ও বাধা পেরিয়ে একসাথে ছিল।
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 month ago