Fill in the blank with the appropriate part: We look forward ____ a response from you.
A
to receiving
B
to receive
C
in receiving
D
for receiving
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to receiving.
Complete Sentence: We look forward to receiving a response from you.
• Look forward to:
English Meaning: await eagerly.
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.
• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

0
Updated: 1 month ago
Stockings are _____ socks.
Created: 2 months ago
A
long
B
small
C
big
D
short
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago
The man died __ over eating.
Created: 2 months ago
A
by
B
of
C
for
D
from
Die from: এটি একটি Phrasal Verb, যা কোনো কিছুর পরিণতিতে বা প্রভাবের কারণে মৃত্যুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক কারণের ফলে কেউ মারা গেলে Die from ব্যবহৃত হয়।
উদাহরণ: The man died from over eating.
(পুরুষটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।)
অন্যান্য সংশ্লিষ্ট রূপগুলোঃ
-
Die of: এটি সাধারণত কোনো নির্দিষ্ট রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুকে বোঝায়।
উদাহরণ: The man died of cholera.
(পুরুষটি কলেরায় মারা গিয়েছিল।) -
Die for: এটি ব্যবহার হয় যখন কেউ কোনো মহান উদ্দেশ্য বা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়।
উদাহরণ: He died for his country.
(সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল।) -
Die off: এর মাধ্যমে বোঝানো হয় হঠাৎ করে বা সংখ্যায় অনেক বেশি প্রাণীর মৃত্যু।
উদাহরণ: The cattle were dying off because of the drought.
(খরার কারণে গরুগুলো দ্রুত মারা যাচ্ছিল।)

0
Updated: 2 months ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 2 months ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 2 months ago