A
attached to them
B
committed to them
C
addicted to them
D
devoted to them
উত্তরের বিবরণ
• Addicted:
English meaning: unable to stop taking drugs, or doing something as a habit.
Bangla: আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া।
• If a person cannot stop taking drugs, he or she is - addicted to them.
• যখন একজন ব্যক্তি মাদকের প্রতি অত্যধিক নির্ভরশীলতা প্রকাশ করে এবং তা ছাড়া চলতে পারে না, তখন তাকে addicted বলা হয়।
- "Addiction" একটি মানসিক বা শারীরিক অবস্থাকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি কোনও কিছু বা অভ্যাসের প্রতি অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন।
Other options,
ক) attached to them:
- "Attached" মানে কিছুতে সংযুক্ত বা সম্পর্কিত হওয়া। তবে এটি addiction এর মত গভীর নির্ভরশীলতা বা আসক্তি বোঝায় না।
খ) committed to them:
- "Committed" বলতে কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রতিবদ্ধ হওয়া বোঝায়। এটি আধ্যাত্মিক বা পেশাগত দায়িত্বের জন্য ব্যবহৃত হয়, মাদকের প্রতি আসক্তি বোঝানোর জন্য নয়।
ঘ) devoted to them:
- "Devoted" মানে কোনও কিছুতে আত্মনিবেদিত হওয়া। এটি সাধারণত প্রীতি বা উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি আসক্তি বা নির্ভরশীলতা প্রকাশ করে না।

0
Updated: 2 weeks ago
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
Created: 3 weeks ago
A
Space
B
Liberty
C
Office
D
Capacity
Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর।
Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.
- Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
- আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.
• উল্লেখ্য,
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) Space [uncountable noun]
- যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।
গ) Office (Countable noun]
- (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস
ঘ) Capacity [uncountable noun] (এবং indefinite article- সহ)
- ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান
Source: Oxford Learner's Dictionary & Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
What is the meaning of the underlined phrase? I can not put up with her demands and high hopes.
Created: 2 weeks ago
A
To make a plan
B
To help or assist
C
To tolerate or endure
D
To agree or accept
• Correct answer: To tolerate or endure.
-
Full Sentence: I can not put up with her demands and high hopes.
Put up with (Phrase)
-
Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া
-
English Meaning: to fail to prevent (some behavior on someone's part) especially from neglect or indifference
Tolerate (Verb)
-
Bangla Meaning: বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা
-
English Meaning: to put up with
• Other options:
ক) To make a plan
-
একটি পরিকল্পনা তৈরি করা
খ) To help or assist
-
সাহায্য করা বা সহায়তা করা
ঘ) To agree or accept
-
একমত হওয়া বা গ্রহণ করা
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
Class relations and societal conflict is the key understanding of-
Created: 1 week ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
• Class relations and societal conflict is the key understanding of - Marxism.
• Marxism
English Meaning: The political and economic theories of Karl Marx (1818-83), which explain the changes and developments in society as the result of opposition between the social classes.
Bangla Meaning: মার্কসবাদ; শ্রেণি সংগ্রাম বিষয়ে কার্ল মার্কসের রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Feminism
English Meaning: The belief and aim that women should have the same rights and opportunities as men; the struggle to achieve this aim.
Bangla Meaning: নারীদের জন্য পুরুষদের সমান (আইনগত, রাজনৈতিক ইত্যাদি) অধিকার প্রতিষ্ঠার দাবিসম্পর্কিত আন্দোলন।
খ) Formalism
English Meaning: A style or method in art, music, literature, etc. that pays more attention to the rules and the correct arrangement and appearance of things than to inner meaning and feelings.
Bangla Meaning: ধর্মীয় কর্তব্য, আচরণ ইত্যাদিতে রীতিনীতি ও অনুষ্ঠানাদির যথাযথ পালন; আচারনিষ্ঠা; আচারপ্রিয়তা।
গ) Structuralism
English Meaning: (in literature, language and social science) A theory that considers any text as a structure whose various parts only have meaning when they are considered in relation to each other.
Bangla Meaning: নির্মিতিবাদ
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago