If a person cannot stop taking drugs, he or she is-
A
attached to them
B
committed to them
C
addicted to them
D
devoted to them
উত্তরের বিবরণ
• Addicted:
English meaning: unable to stop taking drugs, or doing something as a habit.
Bangla: আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া।
• If a person cannot stop taking drugs, he or she is - addicted to them.
• যখন একজন ব্যক্তি মাদকের প্রতি অত্যধিক নির্ভরশীলতা প্রকাশ করে এবং তা ছাড়া চলতে পারে না, তখন তাকে addicted বলা হয়।
- "Addiction" একটি মানসিক বা শারীরিক অবস্থাকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি কোনও কিছু বা অভ্যাসের প্রতি অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন।
Other options,
ক) attached to them:
- "Attached" মানে কিছুতে সংযুক্ত বা সম্পর্কিত হওয়া। তবে এটি addiction এর মত গভীর নির্ভরশীলতা বা আসক্তি বোঝায় না।
খ) committed to them:
- "Committed" বলতে কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রতিবদ্ধ হওয়া বোঝায়। এটি আধ্যাত্মিক বা পেশাগত দায়িত্বের জন্য ব্যবহৃত হয়, মাদকের প্রতি আসক্তি বোঝানোর জন্য নয়।
ঘ) devoted to them:
- "Devoted" মানে কোনও কিছুতে আত্মনিবেদিত হওয়া। এটি সাধারণত প্রীতি বা উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি আসক্তি বা নির্ভরশীলতা প্রকাশ করে না।

0
Updated: 1 month ago
MUTTER: INDISTINCT::
Created: 1 month ago
A
demand: obedient
B
plead: obligatory
C
flatter: commendable
D
drone: monotonous
MUTTER : INDISTINCT সম্পর্কের মানে হলো Mutter (বিড়বিড় করা) হল এমন একটি ক্রিয়া যা অস্পষ্টভাবে করা হয়, অর্থাৎ Indistinct। অনুরূপভাবে, Drone : Monotonous সম্পর্কেও ক্রিয়ার ধরন এবং তার বৈশিষ্ট্য মিল আছে—Drone মানে একঘেয়ে কথা বলা, এবং তা Monotonous অর্থাৎ একঘেয়ে বা বিরক্তিকর ধরণের।
-
উদাহরণস্বরূপ:
-
Mutter → বিড়বিড় করা
-
Indistinct → অস্পষ্টভাবে
-
Drone → একঘেয়ে কথা বলা
-
Monotonous → একঘেয়ে বা বিরক্তিকর
-
-
Analogical relation অনুযায়ী, সঠিক জোড়া হলো ঘ) Drone : Monotonous।

0
Updated: 1 month ago
Choose the sentence that contains a subordinate clause.
Created: 1 month ago
A
I enjoy reading books.
B
Although it was raining, we went out.
C
She runs every morning.
D
They play football on weekends.
• Subordinate Clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Principal Clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate Clause বলে।
• Subordinate Clause তিন প্রকার। যথা-
1. Noun Clause.
2. Adjective Clause.
3. Adverbial Clause.
• Subordinate Clause সাধারণত নিম্নলিখিত Word গুলো দিয়ে আরম্ভ হয়;
- Who, When, How, Where, Which, If, As, Although, That, Why, So that, In order that, Whom, Hardly, Scarcely, Barely, No sooner,
• যদি Although it was raining; এই clause টি একা বা স্বাধীনভাবে কোথাও ব্যবহার করা হয় তাহলে তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
- অর্থ প্রকাশের জন্য অন্য একটি Principal Clause এর উপর এটি নির্ভরশীল। যেখানে we went out. ব্যবহার করলে অর্থ প্রকাশ করছে।
- তাই এটি একটি Subordinate Clause.
• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে; তাই এরা Principal Clause.

0
Updated: 1 month ago
Choose the synonym of "Elucidate":
Created: 1 month ago
A
Selective
B
Narrow
C
Polite
D
Explain
• Elucidate:
-
English meaning: to explain something or make something clear.
-
Bangla meaning: ব্যাখ্যা করা; বিশ্লেষণ করা।
Options:
ক) Selective: বাছাই করার ক্ষমতাসম্পন্ন; নির্বাচনী; নৈর্বাচনিক।
খ) Narrow: সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
গ) Polite: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
ঘ) Explain: ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Elucidate" হলো Explain।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago