'The French' refers to-
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
উত্তরের বিবরণ
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 1 week ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What is the meaning of “Belligerent”?
Created: 2 weeks ago
A
Kind
B
Peaceful
C
Friendly
D
Aggressive
Correct Answer
ঘ) Aggressive ✅
Explanation:
-
Belligerent (Adjective, Noun)
-
Bangla Meaning: যুদ্ধরত, যুধ্যমান।
-
English Meaning: inclined to or exhibiting assertiveness, hostility, or combativeness.
-
-
Aggressive (Adjective)
-
Bangla Meaning: আক্রমণাত্মক, রাগান্বিত এবং হিংসাত্মক।
-
English Meaning: tending toward or exhibiting aggression.
-
Other Options
ক) Kind → সদয়, সহানুভূতিশীল।
খ) Peaceful → শান্তিপূর্ণ, শান্তিকামী।
গ) Friendly → বন্ধুত্বপূর্ণ, সহৃদয়, মিত্রোপযুক্ত।

0
Updated: 2 weeks ago
Change into a complex sentence:
Besides being a teacher, he is a writer.
Created: 1 week ago
A
He is a teacher, he is a writer.
B
He is not only a teacher but also a writer.
C
Though he is a teacher, he is a writer.
D
He is both a writer and a teacher.
Correct Answer: গ) "Though he is a teacher, he is a writer."
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Besides being a teacher, he is a writer.
-
এটি একটি simple sentence, যেখানে Besides being a teacher হলো prepositional phrase।
-
একটি complex sentence হলো এমন বাক্য যাতে একটি main clause এবং একটি subordinate clause থাকে।
-
Option গ): Though he is a teacher, he is a writer.
-
Though he is a teacher → subordinate clause
-
বাকিটুকু → main clause
-
-
এটি মূল বাক্যের অর্থ ঠিকভাবে প্রকাশ করে — যে ব্যক্তি শিক্ষক হলেও লেখক হিসেবেও পরিচিত।
Other Options:
-
He is a teacher, he is a writer – ভুল, কারণ এটি দুটি simple sentence; compound বা complex নয়।
-
He is not only a teacher but also a writer – ভুল, এটি compound sentence, complex নয়।
-
He is both a writer and a teacher – ভুল, এটি simple sentence, complex নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago