'The French' refers to-
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
উত্তরের বিবরণ
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
What is the adjective of the word 'Heart'?
Created: 1 month ago
A
Heart
B
Hearten
C
Heartening
D
Heartful
অপশনে উল্লিখিত শব্দগুলোর বিশ্লেষণ অনুযায়ী, Heart শব্দের adjective হলো Heartening।
শব্দগুলোর অর্থ:
-
Heart (noun): আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; হৃৎপিণ্ড; হৃদ্যন্ত্র; রক্তাশয়
-
Hearten (verb): উৎসাহ দেওয়া; উল্লসিত করা
-
Heartening (adjective): উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক
-
Heartful: (কোন শব্দ নেই)
সুতরাং, Heart এর adjective: Heartening
উৎস:

0
Updated: 1 month ago
Azmal deferred his admission ___ next semester.
Created: 2 weeks ago
A
on
B
in
C
after
D
to
Azmal তার ভর্তি পরবর্তী সেমিস্টারে পেছিয়েছে, যেখানে “defer” শব্দের ব্যবহার এবং সঠিক প্রিপজিশন ব্যাখ্যা করা হলো।
-
Defer শব্দের অর্থ হলো স্থগিত করা বা পেছানো।
-
যখন কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতের কোনো সময়ের জন্য পেছানো হয়, তখন to প্রিপজিশন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: defer the meeting to next week।
-
এখানে admission হলো যা পেছানো হয়েছে, আর next semester হলো সময়।
-
সঠিক গঠন: defer + noun + to + future time।
-
“on”, “in” বা “after” প্রিপজিশনগুলো defer-এর সঙ্গে ব্যবহার করলে বাক্যটি ভুল বা অপ্রাকৃতিক শোনায়।
-
Other options:
-
ক) on – দিন বা তারিখ বোঝাতে ব্যবহৃত হয়, defer-এর সাথে ব্যবহার করা যায় না।
-
খ) in – সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু defer-এর ক্ষেত্রে ঠিক নয়।
-
গ) after – অর্থে কিছুটা মিল থাকলেও defer after বলা ব্যাকরণগতভাবে ভুল।
-

0
Updated: 2 weeks ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago