The only error in the sentence '' One of the recommendation made by the committee was accepted by the authorities'' is-
A
recommendation
B
was
C
accepted by
D
committee
উত্তরের বিবরণ
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - recommendation.
- এখানে, recommendations বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: One of the recommendations made by the committee was accepted by the authorities.
Bangla: কমিটির দ্বারা করা সুপারিশগুলোর মধ্যে একটি কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছিল।
বাক্যের ভুলটি হলো "recommendation" singular রাখা হয়েছে, যেখানে এটি plural "recommendations" হওয়া উচিত।
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই recommendation এর স্থলে recommendations হবে।
Example: One of the birds was shot dead on the spot.

0
Updated: 2 weeks ago
What is the meaning of 'French leave'?
Created: 1 month ago
A
Leave on holidays
B
Spending time in France
C
Leave without permission
D
Emergency leave
সঠিক উত্তর: গ) অনুমতি না নিয়ে চলে যাওয়া (Leave without permission)
Take French leave
🔹 English meaning: Leaving work or place without taking prior permission.
🔹 Bangla meaning: অনুমতি না নিয়ে ছুটি নেওয়া বা কোথাও থেকে চলে যাওয়া।
উদাহরণ:
-
The caretaker had taken French leave.
বাংলায়: কেয়ারটেকারটি অনুমতি ছাড়াই চলে গিয়েছিল।
বাকি অপশনগুলো এই বাক্যটির অর্থের সঙ্গে মিল না থাকায় ভুল।
তথ্যসূত্র: Oxford Dictionary ও Accessible Dictionary.

0
Updated: 1 month ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 1 month ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক উত্তর হবে “is”। সম্পূর্ণ বাক্য হবে:
He as well as his parents is spending vacation abroad.
As well as দ্বারা দুটি subject যুক্ত হলে verb, as well as-এর পূর্বের subject অনুযায়ী নির্ধারিত হয়। প্রশ্নে as well as-এর আগে subject “He” (singular) থাকায় verb-ও singular হবে। তাই শূন্যস্থানে “is” বসবে।
Structure:
He (singular) + as well as + his parents (plural) + singular verb (is)।
Verb শুধু “He” অনুসরণ করবে, পরে থাকা “his parents” অনুসরণ করবে না। তাই “is” সঠিক উত্তর।
Other Options বিশ্লেষণ:
ক) are — এটি plural verb, কিন্তু subject “He” হওয়ায় ভুল।
গ) will — Modal verb, কিন্তু এখানে Present Continuous tense দরকার।
ঘ) can — Modal verb হলেও sentence-এর সাথে অর্থগত ও কাঠামোগতভাবে মিলছে না।
তাই উত্তর: is.

0
Updated: 1 month ago
Which of the following is incorrect?
Created: 22 hours ago
A
The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
B
The witch brewed a magical potion in her hidden cottage.
C
The filly nuzzled his mother affectionately in the stable.
D
The wizard used his wand to turn the stone into gold.
সঠিক উত্তর:
গ) The filly nuzzled his mother affectionately in the stable. → সঠিক হওয়া উচিত: …nuzzled her mother…
বিষয়টি বোঝার নিয়ম:
Filly = female young horse (বাচ্চা ঘোটকী)
Female animal এর জন্য her ব্যবহার করতে হবে, his নয়।
Colt = male young horse (বাচ্চা ঘোড়া), masculine।
বাকি বাক্যগুলো সঠিক কারণ:
ক) The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
Boar = male wild pig, Sow = female adult pig, pronouns মিলেছে।
খ) The witch brewed a magical potion in her hidden cottage.
Witch = female, তাই her সঠিক।
ঘ) The wizard used his wand to turn the stone into gold.
Wizard = male, তাই his সঠিক।

0
Updated: 22 hours ago