কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
A
ঠগী
B
পানাস
C
পাঠক
D
সেলামী
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• √পাঠ্ + অক = পাঠক, পাঠ ধাতুর সাথে 'অক' কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পাঠক (বিশেষ্য)
- এটি সংস্কৃত শব্দ,
- পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় = √পাঠি+অক;
অর্থ: পাঠকারী, ছাত্র, কথক, শিক্ষক।
সুতরাং অপশন অনুসারে, সঠিক উত্তর অপশন ‘খ’।

0
Updated: 3 months ago
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 1 week ago
A
সর্বঙ্গ + ঈন
B
সর্ব + অঙ্গীন
C
সর্ব + ঙ্গীন
D
সর্বাঙ্গ + ঈন
শব্দের প্রত্যয় ও তাৎপর্য
শব্দের উদাহরণ:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী,
-
‘সর্বাঙ্গীণ’ শব্দের গঠন হলো সর্বাঙ্গ + ঈন।
-
অর্থ: সর্বাঙ্গব্যাপী (প্রতি দিকে ছড়িয়ে থাকা বা সব অংশে উপস্থিত)।
-
প্রত্যয় (Suffix):
-
শব্দ বা ধাতুর পরে এমন কিছু অংশ যুক্ত হলে যা নিজে কোনো অর্থ বহন করে না কিন্তু নতুন শব্দ তৈরি করে, সেটাকে প্রত্যয় বলে।
-
উদাহরণ:
-
বাঘ + আ → বাঘা
-
দিন + ইক → দৈনিক
-
দুল্ + অনা → দোলনা
-
কৃ + তব্য → কর্তব্য
-
তদ্ধিত প্রত্যয় (Taddhita Suffix):
-
কোনো শব্দের পরে যুক্ত প্রত্যয় যদি মূল শব্দের অর্থের সাথে নতুন অর্থ যোগ করে, তবে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
-
তদ্ধিত প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘আ’ এবং ‘ইক’ হলো তদ্ধিত প্রত্যয়।
-
তাই ‘বাঘা’ ও ‘দৈনিক’ হলো তদ্ধিতান্ত শব্দ।
-
কৃৎপ্রত্যয় (Krit Suffix):
-
ধাতুর পরে যুক্ত যে প্রত্যয়গুলি মূল ক্রিয়ার অর্থকে নতুনভাবে বাস্তবায়িত করে, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
-
কৃৎপ্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘অনা’ এবং ‘তব্য’ হলো কৃৎপ্রত্যয়।
-
তাই ‘দোলনা’ ও ‘কর্তব্য’ হলো কৃদন্ত শব্দ।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ (৯ম–১০ম শ্রেণি, ২০২১).

0
Updated: 1 week ago
'মাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 10 hours ago
A
মা + তৃচ/তা
B
মাতৃ + আ
C
মাত্ + আ
D
মাতা + অ
মাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো মা + তৃচ।

0
Updated: 10 hours ago
কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 4 days ago
A
কৃ্ষ্ + তি
B
কৃষ্ + টি
C
কৃ + ইষ্টি
D
কৃষ্ + ইষ্টি
‘কৃষ্টি’ শব্দের ব্যাখ্যা ও গঠন হলো একটি বিশেষ্য পদ যা সংস্কৃত থেকে এসেছে। এর প্রকৃতি-প্রত্যয় হলো √কৃষ্ + তি, যা মূলত কৃষি বা হালচাষের সাথে সম্পর্কিত। এই শব্দের অর্থ হলো: হালচাষ, কর্ষণ এবং কৃষিকার্য।
গঠন এবং ব্যবহার সম্পর্কিত নিয়মগুলো হলো:
-
বিশেষ্য ও বিশেষণ গঠনের ক্ষেত্রে কৃৎ-তি প্রত্যয় প্রয়োগ করা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
√বৃষ্ + তি = বৃষ্টি
-
√স্মৃ + তি = স্মৃতি
-
√ঘাট্ + তি = ঘাটতি
-
√বাড় + তি = বাড়তি
-

0
Updated: 4 days ago