The only error in the sentence '' One of the recommendation made by the committee was accepted by the authorities'' is-
A
recommendation
B
was
C
accepted by
D
committee
উত্তরের বিবরণ
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - recommendation.
- এখানে, recommendations বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: One of the recommendations made by the committee was accepted by the authorities.
Bangla: কমিটির দ্বারা করা সুপারিশগুলোর মধ্যে একটি কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছিল।
বাক্যের ভুলটি হলো "recommendation" singular রাখা হয়েছে, যেখানে এটি plural "recommendations" হওয়া উচিত।
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই recommendation এর স্থলে recommendations হবে।
Example: One of the birds was shot dead on the spot.

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
Rubel enjoy hunting rabbits, socializing with friends, and reading comics.
B
Rubel enjoy to hunting rabbits, socializing with friends, and reading comics.
C
Rubel enjoy with hunting rabbits, socializing with friends, and reading comics.
D
Rubel enjoy hunting rabbits, socializing with friends, and read comics.
Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য বা কাজ উল্লেখ করা হয়, তখন প্রত্যেক তথ্যকে একই ধরণের গঠন বা অংশের speech (part of speech) ব্যবহার করে সাজাতে হয়। এটি বাক্যকে সুষম ও পাঠযোগ্য করে তোলে।
Parallelism এর নিয়ম:
-
And, or, but, be verb ইত্যাদির আগে এবং পরে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
Both...and, Not only...but also, Either...or, Neither...nor ইত্যাদি correlatives এর উভয় পাশে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
উদাহরণস্বরূপ, যদি একটি অংশ noun হয়, অন্যগুলিও noun হবে; যদি adjective হয়, সবগুলো adjective হবে।
-
Infinitive বা Gerund ব্যবহার করলে সবগুলো অংশ একই রূপের Infinitive বা Gerund হবে।
প্রদত্ত sentence-এর ক্ষেত্রে:
-
মূল verb হলো enjoy।
-
Enjoy কখনোই infinitive (to + verb) দ্বারা অনুসৃত হয় না। তাই to ব্যবহার করা হবে না।
-
Enjoy-এর পর সবসময় Gerund বসে, তাই সমস্ত ক্রিয়াকর্ম Gerund phrase হবে।
সঠিক উত্তর:
-
Rubel enjoys hunting rabbits, socializing with friends, and reading comics।
উল্লিখিত বাকি অপশনগুলোর বিশ্লেষণ:
-
Rubel enjoy to hunting rabbits, socializing with friends, and reading comics – ভুল, কারণ enjoy-এর পরে infinitive বসানো যায় না।
-
Rubel enjoy with hunting rabbits, socializing with friends, and reading comics – ভুল, কারণ enjoy-এর পর with ব্যবহার হয় না।
-
Rubel enjoy hunting rabbits, socializing with friends, and read comics – ভুল, কারণ Parallelism অনুসারে সবগুলো Gerund হতে হবে, তাই read না হয়ে reading হবে।

0
Updated: 3 weeks ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Choose the correct spelling
Created: 2 weeks ago
A
Illustretion
B
Illustration
C
Illostration
D
Ilustration
সঠিক বানান হলো Illustration (Noun)। শব্দটির অর্থ হলো কোনো বই, ম্যাগাজিনে বা বোঝানোর জন্য ব্যবহৃত চিত্র বা অঙ্কন।
-
English Meaning: A drawing or picture in a book, magazine, for decoration or to explain something.
-
Bangla Meaning: সচিত্রীকরণ; নিদর্শন।
-
Example Sentence: Her drawing was a perfect illustration of the concept.
-
Bangla Meaning: তার অঙ্কনটি ধারণাটির একটি নিখুঁত চিত্রায়ন ছিল।
-

0
Updated: 2 weeks ago