Correct Answer
He was made to finish the work by them. ✅
Explanation:
-
Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb-এর পরে Active Voice-এ সাধারণত to উহ্য থাকে।
-
কিন্তু Passive Voice করার সময় এদের পরে to বসাতে হয়।
-
তবে শুধু let এর ক্ষেত্রে Passive Voice-এ to বসে না।
Example:
Other Options
ক) He was made finish the work by them. → Passive-এ made এর পরে to + verb দরকার। তাই ভুল।
গ) He made to finish the work by them. → Auxiliary was নেই, word order ভুল, এবং Subject পরিবর্তনও সঠিক নয়।
ঘ) He was making to finish the work by them. → “was making” tense ও structure উভয়ই ভুল এবং অর্থও পরিবর্তন করছে।