A
disappear
B
die
C
erase
D
fall
উত্তরের বিবরণ
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
-
She passed away peacefully in her sleep.
(তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া
-
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা
-
Fall – পড়া; পতন হওয়া
সূত্র: Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 month ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 month ago
What is the meaning of the word "Jocular"?
Created: 1 week ago
A
Boring and dull
B
Angry and rude
C
Silent and thoughtful
D
Humorous and playful
Correct Answer: Humorous and playful
Jocular (adjective)
English Meaning:
-
Humorous
-
Enjoying making people laugh
Bangla Meaning:
রসিকতাপ্রিয়; রসিক।
Synonyms: Cheerful (আনন্দমুখর), Jolly (প্রফুল্ল), Jovial (উৎফুল্ল), Amusing (চিত্তাকর্ষক), Comic (হাস্যকর)।
Antonyms: Serious (গুরুগম্ভীর), Humourless (রসহীন), Gloomy (বিষণ্ন), Depressed (হতাশ), Demoralized (অবদমিত)।
Other Forms:
-
Jocularly (adverb)
-
Jocularity (noun)
Example Sentences:
-
She explained in a jocular fashion that I was the problem.
Bangla Meaning: তিনি রসিকভাবে ব্যাখ্যা করলেন যে সমস্যা আমার। -
She sighed and turned her head to look behind her and gave him a jovial smile.
Bangla Meaning: তিনি নিশ্বাস ছাড়লেন, মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন এবং তাকে একটি প্রফুল্ল হাসি দেখালেন।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
Which phrase contains words opposed to each other in meaning?
Created: 1 month ago
A
Hopes and aspiration.
B
Heat and dust.
C
Reproduction and death.
D
Emerged and advanced.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
Hope - আশা/ভরসা/প্রত্যাশা করা।
Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
খ)
Heat - তাপ; উত্তাপ।
Dust - ধুলা; ধূলিকণা।
গ)
Reproduction - পুনরুৎপাদন; পুনর্জনন।
Death - মৃত্যু; মরণ; জীবনহানি।
ঘ)
Emerged - প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা।
Advanced - অত্যন্ত অগ্রসর।
• শব্দগুলোর অর্থ্য বিবেচনায় বুঝা যাচ্ছে - The phrase Reproduction and death - contains words opposed to each other in meaning.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago