'Call to mind' means-
A
fantasize
B
attend
C
remember
D
Request
উত্তরের বিবরণ
The idiom "Call to mind" means - remember.
• bring/call something to mind (idiom)
English Meaning: to remember something.
Bangla Meaning: মনে/স্মরণ করা।
Example Sentence:
- I can see his face, but I just can't bring his name to mind.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
'Emulate' is a/an:
Created: 4 weeks ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.

0
Updated: 4 weeks ago
What is the meaning of the idiom 'Leave to chance':
Created: 1 month ago
A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-

0
Updated: 1 month ago
'Prior to' means
Created: 2 months ago
A
after
B
before
C
immediately
D
during the period of
• 'Prior to' means before.
• Prior to
English Meaning: Before a particular time or event:
Bangla Meaning: পূর্ব, পৌর্বিক বা পূর্ববর্তী ইত্যাদি।
• Before
English meaning: At or during a time earlier than (the thing mentioned): in the past.
Bangla Meaning: আগে বা পূর্বে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- during the period of অর্থ কাল বা যুগের মধ্যে।
- immediately অর্থ তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে এবং
- after অর্থ পরে এবং
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago