Put the appropriate preposition for the sentence below : Some writers sink ____ oblivion in course of time.
A
on
B
from
C
under
D
into
উত্তরের বিবরণ
Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।
Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.

0
Updated: 2 weeks ago
The children were entrusted ____ the care of their uncle.
Created: 1 month ago
A
with
B
for
C
to
D
at
Entrust মানে হলো কাউকে কোনো দায়িত্ব বা কাজ দেওয়া, যার জন্য সে দায়বদ্ধ থাকবে।
Entrust এর বিভিন্ন কাঠামো এবং ব্যবহার
১. Entrust Subject with Something (কাজ/বস্তু)
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু দায়িত্ব বা কাজ দেয়া হয়।
-
উদাহরণ: অনেকেই তাদের সঞ্চিত অর্থ কোম্পানিকে বিশ্রামের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন।
-
Another example: আমাকে টাকা দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছিল।
২. Entrust Something to Subject (ব্যক্তি/প্রতিষ্ঠান)
কোনো কাজ বা দায়িত্ব কাউকে হস্তান্তর করা।
-
উদাহরণ: তিনি একটি ঋণের বন্দোবস্ত স্থানীয় আর্থিক পরামর্শদাতাদের হাতে দিয়েছেন।
-
আরেকটি উদাহরণ: সরকারকে নির্বাচিত রাজনীতিবিদদের উপর দায়িত্ব দেয়া হয়েছে।
৩. Entrust Subject to do Something (কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে দায়িত্ব দেয়া)
-
উদাহরণ: আমরা এডিনব্রাগের প্রধান ব্যবসায়ীদের একটি বোর্ডকে সংগঠনের কার্যাবলি পরিচালনার দায়িত্ব দিয়েছি।
লক্ষ্যণীয় বিষয়
-
কাউকে (somebody) দায়ভার দেয়ার সময় সাধারণত "entrusted to" ব্যবহৃত হয়।
-
কোনো কাজ বা বস্তু (something) হস্তান্তর করার ক্ষেত্রে "entrusted with" ব্যবহৃত হয়।
-
উপরের উদাহরণগুলো Passive voice-এ, যেমন: "He was entrusted to..."।
সম্পূর্ণ বাক্যের উদাহরণ:
The children were entrusted to the care of their uncle.
(বাচ্চাদের তাদের চাচার যত্নের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।)
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
They suffered much ____ tornado had hit their village.
Created: 3 weeks ago
A
untill
B
since
C
as if
D
let alone
অপশনগুলোর অর্থ
ক) as if – যেন মনে হয়
খ) since – (সময়) তারপর থেকে; ইতিমধ্যে; তখন থেকে
গ) until – পর্যন্ত; যে পর্যন্ত না
ঘ) let alone – দূরে থাক; চিন্তাই করা যায় না এমন
• অর্থগুলো দেখে বোঝা যায়, শূন্যস্থানে since বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
সম্পূর্ণ বাক্য: They suffered much since the tornado had hit their village.
-
অর্থ: ঘূর্ণিঝড় তাদের গ্রামে আঘাত হানার পর থেকে তারা অনেক কষ্ট ভোগ করেছে।

0
Updated: 3 weeks ago
John Smith is good _____ Mathematics. (Fill in the gap)
Created: 1 week ago
A
at
B
in
C
of
D
after
পূর্ণ বাক্য: I am not good at English.
কেন at ব্যবহৃত হলো?
-
দক্ষতা বা অদক্ষতা বোঝাতে সাধারণত good বা bad শব্দের সঙ্গে at ব্যবহৃত হয়।
-
যেমন: good at (কোনো কাজে দক্ষ), bad at (কোনো কাজে দুর্বল)।
উদাহরণ
-
He is good at cricket. → সে ক্রিকেট খেলায় দক্ষ।
-
He is bad at cricket. → সে ক্রিকেট খেলায় দুর্বল।
-
Running is good for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
-
Running is bad for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
-
I am not bad at tennis. → আমি টেনিস খেলায় একেবারে খারাপ নই।
-
He is good at chess. → সে দাবায় দক্ষ।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago