Put the appropriate preposition for the sentence below : Some writers sink ____ oblivion in course of time.
A
on
B
from
C
under
D
into
উত্তরের বিবরণ
Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।
Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.

0
Updated: 1 month ago
Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative: He is quite _____ in dealing with people.
Created: 2 months ago
A
unsubtle
B
imprudent
C
diplomatic
D
impolite
শূন্যস্থানে সঠিক উত্তর: diplomatic
সম্পূর্ণ বাক্য: He is quite diplomatic in dealing with people.
বাংলা অর্থ: মানুষের সাথে আচরণে তিনি বেশ কূটনৈতিক।
Diplomatic (adjective)
-
English meaning: সম্পর্কিত বা জড়িত কূটনীতি।
-
বাংলা অর্থ:
১) কূটনৈতিক — যেমন: diplomatic service; বাংলাদেশের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক।
২) কুশলী / চতুর / কূটনীতিকসুলভ — যেমন: a diplomatic answer।
Diplomatically (adverb): কূটনৈতিকভাবে।
এখানে “Diplomatic” শব্দটি শূন্যস্থানে সবচেয়ে উপযুক্ত।
অন্য অপশনগুলোর অর্থ
ক) unsubtle (adjective):
-
একেবারেই সরাসরি বা স্পষ্ট, সূক্ষ্মতা নেই, কখনও কখনও অসংবেদনশীলও হতে পারে।
খ) imprudent (adjective):
-
অবিবেচক, হঠকারী, ভালোভাবে ভেবে কাজ না করা।
ঘ) impolite (adjective):
-
অমার্জিত, ভদ্রতাহীন, শিষ্টাচারহীন।

0
Updated: 2 months ago
My uncle arrived while I _____ the dinner.
Created: 2 months ago
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।

0
Updated: 2 months ago
Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
Created: 2 months ago
A
away
B
up
C
off
D
out
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago