Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
A
in
B
over
C
by
D
On
উত্তরের বিবরণ
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
These books _______ me.
Created: 1 month ago
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
He parted ______ his friends in tears.
Created: 1 month ago
A
with
B
from
C
against
D
beside
Part from
- English meaning: “to leave someone”/ “to separate from someone
- Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.

0
Updated: 1 month ago
Do you know the solution _______ the problem?
Created: 1 month ago
A
of
B
for
C
about
D
to
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।

0
Updated: 1 month ago