A
১৯৫৯
B
১৯৬৫
C
১৯৬৯
D
১৯৮১
উত্তরের বিবরণ
ইন্টারনেটের সূচনা হয় ১৯৬৯ সালে। এটি মূলত ARPANET নামের একটি প্রকল্পের মাধ্যমে তৈরি হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (DARPA) পরিচালিত করেছিল।
ARPANET ছিল প্রথম ডিস্ট্রিবিউটেড কম্পিউটার নেটওয়ার্ক, যা পরবর্তীতে আধুনিক ইন্টারনেটের ভিত্তি তৈরি করে।
১৯৮৩ সালে TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) চালু হওয়ার পর ইন্টারনেট আরও কার্যকরভাবে বিকশিত হয়। এই প্রটোকলটি বিভিন্ন কম্পিউটারকে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে।
১৯৯০-এর দশকের শেষের দিকে ওয়েব ব্রাউজার এবং ওয়েবসাইটের উন্নতির কারণে ইন্টারনেট ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ৬ জুন ১৯৯৬ সালে। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি অনুযায়ী ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক (ISN) প্রথমবারের মতো ইন্টারনেট সংযোগ প্রদান করে। ISN-এর ডোমেইন নাম ছিল bangla.net। শুরুতে দেশে ইন্টারনেট ডায়াল-আপ প্রযুক্তি ব্যবহার করত, অর্থাৎ টেলিফোন সংযোগের মাধ্যমে কম্পিউটারকে মডেম (মডিউলেশন-ডিমডিউলেশন) দিয়ে ইন্টারনেটে সংযুক্ত করতে হতো।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।, প্রথম আলো, বাংলাদেশ।

0
Updated: 2 weeks ago