Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
A
in
B
over
C
by
D
On
উত্তরের বিবরণ
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Identify the preposition:
The cat is under the table
Created: 1 month ago
A
under
B
cat
C
table
D
table
• Correct answer: ক) under.
- বাক্যটি হলো - The cat is under the table.
- এখানে under শব্দটি অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে আছে।
- যেসব শব্দ অন্য কিছুর সঙ্গে সম্পর্ক বা অবস্থান বোঝায়, সেগুলোকে preposition বলে।
- এই বাক্যে under বিড়াল (cat) ও টেবিল (table)-এর অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে।
- তাই, under-ই এই বাক্যের preposition, অন্য শব্দগুলো noun বা verb.

0
Updated: 1 month ago
As the sun _____, I decided to go out.
Created: 3 months ago
A
shines
B
has shone
C
shine
D
was shining
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 3 months ago
Rishan walks as if he ____ lame.
Created: 2 months ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 2 months ago