পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
A
নিউইয়র্ক
B
লন্ডন
C
বার্লিন
D
দাম্মামে
উত্তরের বিবরণ
পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর
পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর হলো কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত। এর নির্মাণ কাজ ১৯৮৩ সালে শুরু হয় এবং ১৬ বছর পর, ১৯৯৯ সালে সম্পন্ন হয়। উপসাগরীয় যুদ্ধের সময় এটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল।
বিশ্বের শীর্ষ ৫ বৃহত্তম বিমানবন্দর ও তাদের আয়তন:
১. কিং ফাহাদ ইন্টারন্যাশনাল (DMM) – দাম্মাম, সৌদি আরব
-
আয়তন: প্রায় ৭৭৬ বর্গ কিমি
২. ডেনভার ইন্টারন্যাশনাল (DEN) – ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র
-
আয়তন: প্রায় ১৩৫ বর্গ কিমি
৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল (DFW) – ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
আয়তন: প্রায় ৬৯.৬ বর্গ কিমি
৪. অরল্যান্ডো ইন্টারন্যাশনাল (MCO) – অরল্যান্ডো, মার্কিন যুক্তরাষ্ট্র
-
আয়তন: প্রায় ৫৩.৮ বর্গ কিমি
৫. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল (IAD) – ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
-
আয়তন: প্রায় ৪৮.৬ বর্গ কিমি
উৎস: World Population Review ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
B-52 কোন দেশের বোমারু বিমান?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:

0
Updated: 1 month ago