২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
A
লন্ডন
B
বার্লিন
C
ব্রাজিল
D
আর্জেন্টিনা
উত্তরের বিবরণ
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে।
সর্বশেষ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
এছাড়াও,
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
উৎস: FIFA ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -
Created: 2 months ago
A
আর্জেন্টিনা
B
ব্রাজিল
C
ইতালি
D
ফ্রান্স
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
ফিফা বিশ্বকাপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
ফিফা বিশ্বকাপ হলো একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে ফিফা-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের পুরুষ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করে।
-
বিশ্বকাপের আয়োজন প্রথমবার হয় ১৯৩০ সালে উরুগুয়েতে।
-
১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।
-
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২২ সালে কাতারেতে।
-
এ পর্যন্ত মোট ২২টি বিশ্বকাপ আসর হয়েছে।
-
২০২২ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ শিরোপা জয়ী দেশগুলো:
-
মোট ৮টি দেশ বিশ্বকাপ ট্রফি জিতেছে।
বিশ্বকাপে শীর্ষস্থানীয় চ্যাম্পিয়নদের তালিকা:
১. ব্রাজিল – ৫ বার চ্যাম্পিয়ন,
২. জার্মানি ও ইতালি – প্রত্যেকে ৪ বার,
৩. আর্জেন্টিনা – ৩ বার,
৪. উরুগুয়ে ও ফ্রান্স – ২ বার করে,
৫. ইংল্যান্ড ও স্পেন – ১ বার করে।
তথ্যের উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?
Created: 3 months ago
A
রোনালদো
B
জিদান
C
সুকের
D
বেবেতা
১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপ
ফ্রান্সে অনুষ্ঠিত এই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ডেভর সুকার। তিনি সর্বোচ্চ ৬ গোল করে এই সম্মান অর্জন করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রোয়েশিয়া বিশ্ব দরবারে ফুটবলের নতুন পরিচিতি পায়।
দ্রষ্টব্য: এটি তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য হলেও বর্তমানে তা পরিবর্তনশীল ও ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচ্য। হালনাগাদ তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস, যেমন Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার, কিংবা অথেনটিক সংবাদমাধ্যম অনুসরণ করা উচিত।
ফুটবল বিশ্বকাপ ২০২২ – একটি সংক্ষিপ্ত চিত্র
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দল: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বার)
-
রানার্স আপ: ফ্রান্স
বিশেষ পুরস্কার প্রাপ্তরা:
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
গোল্ডেন বুট (সর্বাধিক গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ৮টি গোল
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসনের ব্রাজিলের হয়ে সার্বিয়ার বিপক্ষে করা গোল
নারী রেফারির ইতিহাস সৃষ্টি:
এই বিশ্বকাপেই প্রথমবারের মতো একজন নারী রেফারি মূল পর্বে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন, যা বিশ্ব ফুটবলে এক নতুন ইতিহাস।
তথ্যসূত্র: FIFA অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে -
Created: 1 month ago
A
দুবাই
B
সিউল
C
কাতার
D
বার্লিন
ফুটবল বিশ্বকাপ ২০২২
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দেশ: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বারের মতো জয়)
-
রানার্স আপ: ফ্রান্স
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি গোল)
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্টের সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিল বনাম সার্বিয়া)
-
বিশেষ ঘটনা: এই বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি মাঠে নেতৃত্ব দেন
উৎস:
FIFA ওয়েবসাইট

0
Updated: 1 month ago