(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। বর্তমানে অপ্রয়োজনীয়) বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
A
১১
B
২১
C
৯
D
১৫
উত্তরের বিবরণ
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বর্তমানে আপিল বিভাগের বিচারকের সংখ্যা ৫ জন।
আপিল বিভাগ:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রীম কোর্ট গঠিত হবে।
- সুপ্রীম কোর্টের আপিল বিভাগ হলো বাংলাদেশের সর্বোচ্চ আপীল আদালত।
- এটি হল প্রথম স্তরের আপীল আদালত, যা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত বিচারিক রায় পর্যালোচনা করার কর্তৃত্ব রাখে।
⇒ ক্ষমতা ও কার্যাবলী:
- হাইকোট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল শুনানির ও তাহা নিস্পত্তির এখতিয়ার ও ক্ষমতা রয়েছে।
- এ বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা করতে পারে।
- রাষ্ট্রপতির প্রয়োজন মোতাবেক আপিল বিভাগ আইন বিষয়ে মতামত জ্ঞাপন করতে পারে।
- সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে কোন ব্যক্তিকে আদালতে হাজির করা ও কাগজপত্র পেশ করার আদেশ দিতে পারে।
⇒ এ বিভাগের বিচারকের নির্দিষ্ট কোন সংখ্যা নেই তবে এখানে হাইকোর্ট বিভাগের চেয়ে স্বল্প সংখ্যক বিচারক থাকে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনজন বিচারপতি নিয়ে আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।
- ২০০৯ সালে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জনে উন্নীত করে সরকার।
উল্লেখ্য,
- বর্তমানে আপিল বিভাগের বিচারকের সংখ্যা ৫ জন।
- মোট বিচারক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক।
উৎস: সুপ্রীম কোর্ট ওয়েবসাইট। পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কে?
Created: 3 weeks ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
স্পিকার
D
প্রধান বিচারপতি
সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শপথ গ্রহণের প্রক্রিয়া নির্ধারিত হয়েছে। এখানে বলা হয়েছে কে কার শপথ বাক্য পাঠ করাবে এবং কোন কর্মকর্তারা শপথ নেবে।
-
রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
-
প্রধানমন্ত্রী
-
প্রধান বিচারপতি
-
মন্ত্রিসভার সদস্যবৃন্দ
-
স্পিকার
-
ডেপুটি স্পিকার
-
-
প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান:
-
আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ
-
পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ
-
-
স্পিকার শপথবাক্য পাঠ করান:
-
রাষ্ট্রপতি
-
সংসদ সদস্যবৃন্দ
-

0
Updated: 3 weeks ago