১। চা
🔹 উৎস: চীনা শব্দ
🔹 অর্থ:
-
Camellia sinensis উদ্ভিদের কচি পাতা যা প্রক্রিয়াজাত করে পানীয় প্রস্তুত করা হয়
-
ফুটন্ত জলে পাতাগুলি দিয়ে তৈরি পানীয়
-
চায়ের সঙ্গে পরিবেশিত হালকা খাবার
২। চিনি
🔹 উৎস: সাধারণভাবে এটি অর্ধ-তৎসম শব্দ, 'শর্করা' থেকে আগত। তবে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে একে চীনা শব্দ বলা হয়েছে।
🔹 অর্থ:
৩। চাকু (বিশেষ্য)
🔹 উৎস: তুর্কি শব্দ
🔹 অর্থ:
৪। চাকর (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
৫। হরতাল (বিশেষ্য)
🔹 উৎস: গুজরাটি শব্দ
🔹 অর্থ:
-
ধর্মঘট বা প্রতিবাদস্বরূপ কর্মবিরতি
-
যানবাহন, দোকানপাট, অফিস, আদালত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রাখা
৬। রিকশা
🔹 উৎস: জাপানি শব্দ
🔹 অর্থ:
৭। রেস্তোরাঁ (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
📌 মন্তব্য:
বাংলা একাডেমি আধুনিক অভিধান অনুযায়ী 'চিনি' শব্দটি অর্ধ-তৎসম, যদিও কিছু পাঠ্যবইয়ে এটি চীনা শব্দ হিসেবে উল্লেখ আছে। সেই প্রেক্ষিতে অধিক গ্রহণযোগ্য ব্যুৎপত্তির ভিত্তিতে ‘চা’ ও ‘চিনি’ দুটি শব্দের উৎস চীনা হিসেবে ধরা যেতে পারে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান, পাঠ্যবই (নবম-দশম শ্রেণি)।