এক কথায় প্রকাশ করুন- 'যা বলা হয়নি'
A
অউক্ত
B
অব্যক্ত
C
অনুক্ত
D
অব্যাক্ত
উত্তরের বিবরণ
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- ‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
নশ্বর
B
অবিনশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
“নষ্ট হওয়া স্বভাব যার” — এক কথায় তাকে বলা হয় "বিনষ্ট"।
-
বিনষ্ট মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে যাওয়া।
-
এটি সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার অবস্থা নষ্ট বা শেষ হয়ে গেছে।
বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) নশ্বর – যার মৃত্যু বা নষ্ট হওয়া স্বাভাবিক; ক্ষণস্থায়ী।
-
খ) অবিনশ্বর – যা কখনো নষ্ট হয় না; চিরস্থায়ী।
-
গ) নষ্ট স্বভাব – এটি একটি বাক্যাংশ, একক শব্দ নয়।

0
Updated: 1 month ago
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
Created: 1 week ago
A
নির্বাচক
B
ভোটারগণ
C
নির্বাচকমণ্ডলী
D
ভোটারমণ্ডলী
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা:
-
নির্বাচকরা যখন একত্রে কোনো গোষ্ঠী বা দলে থাকে, তখন তাদেরকে বলা হয় নির্বাচকমণ্ডলী।
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
‘যা প্রকাশ করা হয়নি’ এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
অবক্তব্য
B
অব্যক্ত
C
অনুক্ত
D
অশ্রুতপূর্ব
‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায়: অব্যক্ত
অন্য শব্দসমূহ:
-
‘যা বলা হয় নি এমন’ → অনুক্ত
-
‘যা পূর্বে শোনা যায় নি এমন’ → অশ্রুতপূর্ব
-
‘কথায় প্রকাশ করার অযোগ্য’ → অবক্তব্য
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago