রকীব সাহেব ৩,৭৩,৮৩৩ টাকা ব্যাংকে রাখলেন। (১৫/২) বছর পর তিনি আসল টাকার (৫/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
A
(২৫/২)%
B
(৫০/৩)%
C
(২৫/৩)%
D
(১০০/৯)%
উত্তরের বিবরণ
প্রশ্ন: রকীব সাহেব ৩,৭৩,৮৩৩ টাকা ব্যাংকে রাখলেন। (১৫/২) বছর পর তিনি আসল টাকার (৫/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
সমাধান:
আসল, P = ৩,৭৩,৮৩৩ টাকা
মুনাফা, I = ৩,৭৩,৮৩৩ × (৫/৪) টাকা
= ৪৬৭২৯১.২৫ টাকা
সময়, n = ৭.৫ বছর
মুনাফার হার = r
∴ r = I/(P × n)
= ৪৬৭২৯১.২৫/(৩,৭৩,৮৩৩ × ৭.৫)
= (৪৬৭২৯১.২৫ × ১০০)/(৩,৭৩,৮৩৩ × ৭.৫)%
= ১৬.৬৭%
= (৫০/৩)%

0
Updated: 1 month ago
Created: 2 months ago
A
১১/৮০
B
১১/২০
C
১/৯
D
১/৮
প্রশ্ন: 
সমাধান:


0
Updated: 2 months ago
বার্ষিক ৫% হার সরল সুদে ৬০০ টাকা এবং বার্ষিক ৭% হার সরল সুদে ৯০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
Created: 3 weeks ago
A
৬.২৫%
B
৬.২%
C
৫.২৫%
D
৫.৫%
প্রশ্ন: বার্ষিক ৫% হার সরল সুদে ৬০০ টাকা এবং বার্ষিক ৭% হার সরল সুদে ৯০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
সমাধান:
৬০০ টাকার জন্য ৫% হারে সুদ = (৬০০ × ৫)/১০০ = ৩০ টাকা
৯০০ টাকার জন্য ৭% হারে সুদ = (৯০০ × ৭)/১০০ = ৬৩ টাকা
মোট সুদ = ৩০ + ৬৩ = ৯৩ টাকা
মোট মূলধন = ৬০০ + ৯০০ = ১৫০০ টাকা
∴ গড় সুদের হার = (মোট সুদ × ১০০)/মোট মূলধন
= (৯৩ × ১০০)/১৫০০
= ৯৩/১৫
= ৬.২%
সুতরাং, মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক ৬.২% সুদ পাওয়া যাবে।

0
Updated: 3 weeks ago
A sum of Tk. 2500 amounts to Tk. 2809 in 2 years at compound interest. Find the rate of interest per annum.
Created: 1 month ago
A
10%
B
15%
C
12%
D
6%
Question: A sum of Tk. 2500 amounts to Tk. 2809 in 2 years at compound interest. Find the rate of interest per annum.
Solution:
Here,
Principal, P = 2500 Tk.
Final amount, A = 2809 Tk.
Time, n = 2 years
Interest rate, r = ?
প্রশ্নমতে,
A = P × (1 + r/100)n
⇒ 2809 = 2500 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 2809/2500
⇒ (1 + r/100) = √(2809/2500)
⇒ 1 + r/100 = 53/50
⇒ r/100 = (53/50) - 1
⇒ r/100 = 3/50
⇒ r = (3/50) × 100
⇒ r = 6
∴ The annual rate of interest is 6%.

0
Updated: 1 month ago