বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
উত্তরের বিবরণ
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Created: 3 months ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 3 months ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।
0
Updated: 2 months ago
‘উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
বিরাট আয়োজন
B
সহজলভ্য
C
অপদার্থ
D
সামান্য পার্থক্য
উজানের কৈ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সহজলভ্য। যেমন: সে গরীব হতে পারে, তাই বলে সে উজানের কৈ নয়। বাংলা ভাষায় বহু প্রাচীনকাল থেকে এসব বাগধারা ব্যবহৃত হয়ে আসছে।
0
Updated: 1 month ago