বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা-
A
আইনস্টাইন
B
জি. ল্যামেটার
C
স্টিফেন হকিং
D
গ্যালিলিও
উত্তরের বিবরণ
বিগ ব্যাং তত্ত্ব
-
মহাবিশ্ব প্রথমে একটি ক্ষুদ্র বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে আকস্মিক এক মহা বিস্ফোরণ থেকে এর সৃষ্টি হয়। এই ব্যাখ্যাকেই বিগ ব্যাং তত্ত্ব বলা হয়।
-
এই তত্ত্বের প্রবক্তা ছিলেন বেলজিয়ান বিজ্ঞানী জি. ল্যামেটার (১৯২৭ খ্রিস্টাব্দে)।
অন্যদিকে,
-
পরবর্তীতে স্টিফেন হকিং আধুনিকভাবে এই তত্ত্বকে ব্যাখ্যা করেন।
-
তাঁর বিখ্যাত বই “A Brief History of Time”-এ বিগ ব্যাং তত্ত্বের বিস্তারিত আলোচনা পাওয়া যায়।
তাই, বিগ ব্যাং তত্ত্বের মূল প্রবর্তক ছিলেন জি. ল্যামেটার, আর এর আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন স্টিফেন হকিং।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago
সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -
Created: 4 weeks ago
A
আলাদা থাকে
B
ওভারল্যাপ থাকে
C
অনেক দূরে থাকে
D
কোনটিই নয়
পরিবাহী এমন পদার্থ যা প্রচুর মুক্ত ইলেকট্রন ধারণ করে এবং যার মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তামা, অ্যালুমিনিয়াম, রূপা ও লোহা এর উল্লেখযোগ্য উদাহরণ।
-
মুক্ত ইলেকট্রন: পরিবাহীতে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে যা সহজেই তড়িৎ প্রবাহ বহন করতে সক্ষম।
-
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড: এদের মাঝে কোন শক্তি ব্যবধান থাকে না। অর্থাৎ Ep = 0।
-
আংশিক উপরিলেপন: যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে আংশিক উপরিলেপন ঘটে, ফলে যোজন ইলেকট্রন খুব সহজেই পরিবহন ইলেকট্রনে রূপান্তরিত হয়।
-
তড়িৎ প্রবাহ সৃষ্টি: সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো দ্রুত সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
-
রোধ ও পরিবাহিতা: প্রচুর মুক্ত ইলেকট্রনের কারণে পরিবাহীর রোধ খুব কম হয় এবং তড়িৎ পরিবাহিতা অত্যন্ত বেশি হয়।

0
Updated: 4 weeks ago
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
Created: 2 months ago
A
হিলিয়াম
B
নিয়ন
C
আর্গন
D
জেনন
নিষ্ক্রিয় (Noble) গ্যাস
-
নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রয়েছে: হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
-
এরা সাধারণত অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, এজন্য এদের “নোবেল” বা অভিজাত গ্যাস বলা হয়।
-
হিলিয়াম ব্যতীত, বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের বাহ্যিক (ভ্যালেন্স) শেলে ৮টি ইলেকট্রন থাকে। হিলিয়ামের শেলে মাত্র ২টি ইলেকট্রন থাকে।
নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য
-
সাধারণ তাপমাত্রা ও চাপের অধীনে এগুলো একক পরমাণুর আকারে থাকে।
-
এদের কোনো রঙ, স্বাদ বা গন্ধ নেই।
-
পানিতে এগুলোর দ্রবণীয়তা খুবই কম।
-
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব কম।
-
পারমাণবিক আকর্ষণ শক্তি কম হওয়ায় এদের গলন তাপ ও বাষ্পীকরণের তাপ কম।
-
আয়নিকরণ শক্তি (Ionization energy) অত্যন্ত বেশি।
উৎস: নবম-দশম শ্রেণির রসায়ন, ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 months ago
Lunar eclipse occurs on-
Created: 1 month ago
A
A new moon day
B
A full moon day
C
A half moon day
D
A moonless day
Solar eclipses occur at the new moon, and lunar eclipses occur at full moon.
- But a solar eclipse does not occur at every new moon, nor does a lunar eclipse occur at every full moon, because the Moon's orbital plane is inclined to the ecliptic, the plane of the orbit of Earth around the Sun.
উৎস: britannica.com

0
Updated: 1 month ago