A
তামা
B
দস্তা
C
রূপা
D
এলুমিনিয়াম
উত্তরের বিবরণ
গ্যালভানাইজিং
-
লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য এর উপর দস্তার (Zn) পাতলা স্তর দেওয়া হয়।
-
সাধারণত লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে এই আবরণ দেওয়া হয়।
-
ঘরে ব্যবহৃত টিনে সহজে মরিচা ধরে না, কারণ সেখানে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া থাকে।
-
আবার গুঁড়া দুধ বা অন্যান্য টিনজাত খাবারের কৌটা মূলত লোহা বা ইস্পাতের তৈরি। এগুলোর বাইরের অংশে টিন ধাতুর প্রলেপ দেওয়া থাকে, ফলে মরিচা ধরে না এবং ভেতরের খাবারও নষ্ট হয় না।
-
সহজভাবে বলতে গেলে, এক ধাতুর উপর আরেক ধাতুর আবরণ দেওয়া প্রক্রিয়াকেই গ্যালভানাইজিং বলে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
যকৃতের রোগ কোনটি?
Created: 2 weeks ago
A
জন্ডিস
B
টাইফয়েড
C
হাম
D
কলেরা
জন্ডিস
-
জন্ডিস হলো একটি ভাইরাসজনিত রোগ।
-
এই রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদাভ রঙ ধারণ করে।
-
বিলিরুবিন মূলত যকৃতে এবং অস্থিমজ্জায় তৈরি হয়।
-
এটি মূলত প্লীহায় জমা হয়।
-
যকৃতের মধ্যে থাকা প্লীহাই বিলিরুবিন উৎপাদনের প্রধান স্থান হিসেবে বিবেচিত হয়, যা পরে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে পৌঁছায়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?
Created: 1 month ago
A
আইসোটোপ
B
আইসোটোন
C
আইসোমার
D
আইসোবার
আইসোটোন:
যেসব পারমাণবিক কণার নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা একই থাকে, কিন্তু প্রোটনের সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আইসোটোন বলে।-
আইসোটোপ:
যেসব নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বা নিউট্রনের সংখ্যা আলাদা হয়, তাদেরকে আইসোটোপ বলা হয়। -
আইসোবার:
যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা বা মোট নিউক্লিয়ন সংখ্যা একই থাকে, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আইসোবার বলে। -
আইসোমার:
যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই একই, কিন্তু তাদের ভৌত বা রাসায়নিক গঠন আলাদা, তাদেরকে আইসোমার বলা হয়।
সূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
Created: 6 days ago
A
ট্রিপসিন
B
লাইপেজ
C
টায়ালিন
D
অ্যামাইলেজ
আমিষ (প্রোটিন)
-
আমিষ বা প্রোটিন হলো এমন একটি পুষ্টি উপাদান যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত।
-
প্রোটিনে প্রায় ১৬% নাইট্রোজেন থাকে।
-
এছাড়াও এতে সামান্য সালফার, ফসফরাস ও আয়রন উপস্থিত থাকে।
-
শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্য শরীরের নাইট্রোজেনের প্রধান উৎস, তাই এটি পুষ্টিতে খুব গুরুত্বপূর্ণ।
হজমে প্রোটিনের ভূমিকা
-
অগ্ন্যাশয় থেকে নির্গত কিছু এনজাইম (অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেজ) খাদ্য হজমে সাহায্য করে।
-
ট্রিপসিন ও কাইমোট্রিপসিন – প্রোটিন হজমে সাহায্য করে।
-
লাইপেজ – চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে।
-
অ্যামাইলেজ – শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে।
-
-
মুখবিবরের লালাগ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন এনজাইম প্রথমে স্টার্চ, গ্লাইকোজেন এবং ডেক্সট্রিনকে আর্দ্র করে দ্রবণীয় স্টার্চে রূপান্তরিত করে এবং পরে ক্ষুদ্র ডেক্সট্রিন অণুতে ভেঙে দেয়।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

0
Updated: 6 days ago