লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
A
তামা
B
দস্তা
C
রূপা
D
এলুমিনিয়াম
উত্তরের বিবরণ
গ্যালভানাইজিং
-
লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য এর উপর দস্তার (Zn) পাতলা স্তর দেওয়া হয়।
-
সাধারণত লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে এই আবরণ দেওয়া হয়।
-
ঘরে ব্যবহৃত টিনে সহজে মরিচা ধরে না, কারণ সেখানে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া থাকে।
-
আবার গুঁড়া দুধ বা অন্যান্য টিনজাত খাবারের কৌটা মূলত লোহা বা ইস্পাতের তৈরি। এগুলোর বাইরের অংশে টিন ধাতুর প্রলেপ দেওয়া থাকে, ফলে মরিচা ধরে না এবং ভেতরের খাবারও নষ্ট হয় না।
-
সহজভাবে বলতে গেলে, এক ধাতুর উপর আরেক ধাতুর আবরণ দেওয়া প্রক্রিয়াকেই গ্যালভানাইজিং বলে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago

Created: 1 month ago
A
৮
B
১৭
C
৯
D
২৫
আইসোটোপ হলো এমন পরমাণু, যাদের প্রোটন সংখ্যা সমান হলেও ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে। এ ধরনের পরমাণু একে অপরের থেকে সামান্য ভৌত বৈশিষ্ট্যে ভিন্নতা প্রদর্শন করে। নিচে বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলো।
-
আইসোটোপ: যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
-
ভারী আইসোটোপের স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক সাধারণত কিছুটা বেশি হয়, তবে এ পার্থক্য অনেকক্ষেত্রে উপেক্ষাযোগ্য।
-
বর্তমানে মোট আইসোটোপের সংখ্যা প্রায় ১৩০০।
ভর সংখ্যা সম্পর্কিত তথ্য:
-
কোনো পরমাণুর ভর সংখ্যা (A) = প্রোটন সংখ্যা (Z) + নিউট্রন সংখ্যা (n)।
-
ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়।
উদাহরণ:
-
অক্সিজেন (O)-এর ভর সংখ্যা = ১৭, প্রোটন সংখ্যা = ৮
-
নিউট্রন সংখ্যা = ১৭ – ৮ = ৯

0
Updated: 1 month ago
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
Created: 4 weeks ago
A
বছরে একবার
B
বছরে দুইবার
C
বছরে তিনবার
D
এর কোনটিই নয়
শিশু এবং কিশোর-কিশোরীদের টিকা ও পুষ্টি সম্পর্কিত তথ্যগুলো নিচেরভাবে整理 করা যায়। শিশুদের সঠিক বয়স অনুযায়ী টিকা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন জরুরি।
-
শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলে পেন্টাভ্যালেন্ট টিকা (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) এবং ওপিভি টিকার প্রথম ডোজ প্রদান করতে হবে। জন্মের প্রথম বছরের মধ্যে সব টিকা নিশ্চিত করতে কমপক্ষে ৪ বার শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।
-
শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লে হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে।
-
১৫ বছর বয়সে সকল মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক (টি.টি.) টিকা দেওয়া শুরু করতে হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মোট ৫ ডোজ টিকা সম্পন্ন করতে হবে।
-
১-৫ বছর বয়সী শিশুকে প্রতি ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।
-
অর্থাৎ বছরে দুইবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া নিশ্চিত করতে হবে।

0
Updated: 4 weeks ago
সোডিয়াম এসিটেটের সংকেত -
Created: 1 month ago
A
CH2COONa
B
(CH3COO)2Ca
C
CH3COONa
D
CHCOONa
বিভিন্ন মৌলের রাসায়নিক সংকেত
নিচে কিছু সাধারণ যৌগ এবং তাদের রাসায়নিক সংকেত দেওয়া হলো:
-
সোডিয়াম এসিটেট – CH₃COONa
-
মিল্ক অফ লাইম (চুনার পানি) – Ca(OH)₂
-
বেকিং সোডা – NaHCO₃
-
চুনাপাথর – CaCO₃
-
ভিনেগার – CH₃COOH
-
চুন – CaO
-
তুঁত (কপার সালফেট) – CuSO₄·5H₂O
-
ক্যালামিন – ZnCO₃
-
ফিটকিরি – K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O
-
গ্লুবার লবণ – Na₂SO₄·10H₂O
-
কাপড় কাচার সোডা – Na₂CO₃·10H₂O
-
ক্লোরোফর্ম – CHCl₃
-
ব্লিচিং পাউডার – Ca(OCl)Cl
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago