A
অক্সিজেন
B
হাইড্রোজেন
C
র্যাডন
D
নাইট্রোজেন
উত্তরের বিবরণ
হাইড্রোজেন গ্যাস
-
হাইড্রোজেন হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস।
-
এটি একটি গ্রিন এনার্জি (পরিষ্কার জ্বালানি), কারণ এটি পোড়ালে শুধু পানি উৎপন্ন হয়—অন্য কোনো ক্ষতিকর পদার্থ হয় না।
-
যদিও হাইড্রোজেন দাহ্য (জ্বলে), কিন্তু এটি অন্য কিছু জ্বালাতে সাহায্য করে না।
হাইড্রোজেন গ্যাসের প্রধান বৈশিষ্ট্য
১. খাঁটি হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন।
২. এটি পানিতে খুব সামান্য দ্রবীভূত হয়।
৩. সব মৌলের মধ্যে এটি সবচেয়ে হালকা।
৪. বাতাস হাইড্রোজেনের তুলনায় প্রায় ১৪.৪ গুণ ভারী।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
Created: 4 weeks ago
A
দস্তা
B
সালফার
C
নাইট্রোজেন
D
পটাশিয়াম
সালফারের অভাব ও গাছের সমস্যা
-
সাধারণত সালফারের অভাবে ফসল পাকা হতে দেরি হয়।
-
সালফার (S) গাছের প্রোটিন, হরমোন ও ভিটামিন তৈরিতে প্রয়োজনীয়। এছাড়া সালফার কোষে পানির ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
-
সালফারের অভাবে গাছের পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল বা বেগুনি দাগ দেখা দেয়।
-
সাধারণত কচি পাতায় ক্লোরোসিস (পাতার হালকা রং হওয়া) বেশি হয়, আর বয়স হলে কম হয়।
-
সালফারের অভাবে গাছের মূল, কান্ড ও পাতা ক্রমশ মৃতপ্রায় হয়ে যায়, যা ডাইব্যাক (dieback) নামে পরিচিত।
-
গাছের মধ্যের অংশ ছোট হওয়ায় গাছ ছোট ও খর্বাকৃতির হয়ে ওঠে।
অন্যান্য উপাদানের ভূমিকা
-
দস্তা (Zinc): এনজাইম ও হরমোন তৈরিতে সাহায্য করে।
-
নাইট্রোজেন (N): নাইট্রোজেন না থাকলে পাতায় ক্লোরোফিল তৈরি হয় না, তাই পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়।
-
পটাশিয়াম (Potassium): গাছের পানি ও পুষ্টি পরিবহন সুগম করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 4 weeks ago
দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
Created: 2 days ago
A
হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
B
রাতকানা
C
এনিমিয়া
D
কোয়াশিয়রকর (KWASHIORKOR)
আয়োডিন ও হাইপো-থাইরয়ডিজম
-
সামুদ্রিক মাছ এবং শৈবাল আয়োডিনের অন্যতম ভালো উৎস।
-
আয়োডিনের অভাবে হরমোনের সঠিক উৎপাদন ব্যাহত হয়, যা হাইপো-থাইরয়ডিজম বা গলগণ্ড (Goitre) রোগের কারণ হতে পারে।
-
নিয়মিত খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ বা শৈবাল অন্তর্ভুক্ত করলে আয়োডিনের ঘাটতি দূর করতে সাহায্য হয় এবং গলগণ্ডের ঝুঁকি কমে।
-
গলগণ্ড হলো থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি। এটি খাদ্য ও পানিতে আয়োডিনের অভাব, সংক্রমণজনিত প্রদাহ, টিউমার বা গলগ্রন্থির কার্যকারিতার ঘাটতির কারণে হতে পারে।
-
WHO অনুযায়ী, দীর্ঘ সময় ধরে গুরুতর আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে যায় এবং ফলশ্রুতিতে হাইপো-থাইরয়ডিজম দেখা দেয়।
উৎস: WHO and US National Library of Medicine National Institutes of Health এবং বাংলাপিডিয়া ওয়েবসাইট।

0
Updated: 2 days ago
কাজ ও বলের একক যথাক্রমে-
Created: 2 weeks ago
A
নিউটন ও মিটার
B
জুল ও ডাইন
C
ওয়াট ও পাউন্ড
D
প্যাসকেল ও কিলোগ্রাম
কাজ ও বলের একক
-
SI পদ্ধতি:
-
কাজের একক: জুল (J)
-
বলের একক: নিউটন (N)
-
-
C.G.S পদ্ধতি:
-
বলের একক: ডাইন (dyne)
-
কাজের সংজ্ঞা ও একক:
-
কাজ = বল × সরণ
-
এখানে, বলের একক হলো নিউটন (N) এবং সরণের একক হলো মিটার (m)।
-
সুতরাং, কাজের একক হবে নিউটন-মিটার (N·m)।
-
নিউটন-মিটারকে জুল (J) বলা হয়।
-
অর্থাৎ, যদি কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তু বলটির দিকে 1 মিটার সরানো হয়, তখন সম্পন্ন কাজ হবে 1 জুল।
বল ব্যবহৃত এককসমূহ:
-
ডাইন (dyne)
-
নিউটন (N)
-
পাউন্ডাল (poundal)
সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago