স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
A
তামা
B
দস্তা
C
ক্রোমিয়াম
D
এলুমিনিয়াম
উত্তরের বিবরণ
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান হলো ক্রোমিয়াম।
সংকর ধাতু
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
'কেপলার-৪৫২বি' কী?
Created: 4 weeks ago
A
একটি মহাকাশযান
B
পৃথিবীর মতো একটি গ্রহ
C
সূর্যের মতো একটি নক্ষত্র
D
NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
'কেপলার ৪৫২ বি' হলো পৃথিবীর মতো একটি গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অবস্থান করছে এবং এটি একটি সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এই গ্রহের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
-
নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় ৪% বড় এবং ১০% বেশি উজ্জ্বল।
-
নক্ষত্রটির বয়স প্রায় ১৫০ কোটি বছর।
-
গ্রহটি পাথুরে প্রাকৃতিক গঠনযুক্ত, অর্থাৎ এটি একটি রক গ্রহ।
-
এটি নাসার বিজ্ঞানীরা ২০১৫ সালে আবিষ্কার করেছিলেন।

0
Updated: 4 weeks ago
গ্রিনহাউজ কি?
Created: 1 month ago
A
কাঁচের তৈরি ঘর
B
সবুজ আলোর আলোকিত ঘর
C
সবুজ ভবনের নাম
D
সবুজ গাছপালা
গ্রিনহাউস হলো এমন একটি বিশেষ ধরনের ভবন যা উদ্ভিদকে অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে রক্ষা করে। এটি মূলত এমন উদ্ভিদের জন্য ব্যবহৃত হয় যেগুলো স্বাভাবিক ঋতুতে ভালোভাবে বেড়ে উঠতে পারে না।
গ্রিনহাউস সাধারণত কাঠ বা ধাতব ফ্রেমের ওপর তৈরি কাচ বা শক্ত প্লাস্টিকের দেয়াল ও ছাদের মাধ্যমে গঠিত হয়। আধুনিক গ্রিনহাউসে সাধারণত ফল, শাকসবজি, ফুল এবং অন্যান্য উদ্ভিদ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকে।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago
যকৃতের রোগ কোনটি?
Created: 2 months ago
A
জন্ডিস
B
টাইফয়েড
C
হাম
D
কলেরা
জন্ডিস
-
জন্ডিস হলো একটি ভাইরাসজনিত রোগ।
-
এই রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদাভ রঙ ধারণ করে।
-
বিলিরুবিন মূলত যকৃতে এবং অস্থিমজ্জায় তৈরি হয়।
-
এটি মূলত প্লীহায় জমা হয়।
-
যকৃতের মধ্যে থাকা প্লীহাই বিলিরুবিন উৎপাদনের প্রধান স্থান হিসেবে বিবেচিত হয়, যা পরে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে পৌঁছায়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago