A
পারদ
B
লিথিয়াম
C
জার্মেনিয়াম
D
ইউরেনিয়াম
উত্তরের বিবরণ
পারদ (Hg – মার্কারি) এমন একটি ধাতু, যা স্বাভাবিক তাপমাত্রাতেই তরল অবস্থায় পাওয়া যায়। এর পারমাণবিক সংখ্যা ৮০। পারদের গলনাঙ্ক হলো –৩৮.৮৩° সেলসিয়াস। অর্থাৎ সাধারণ ঘরের তাপমাত্রায় এটি জমাট বাঁধে না, তরল আকারে থাকে।
অন্যদিকে, সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া আরেকটি উপাদান হলো ব্রোমিন। তবে পারদের সাথে পার্থক্য হলো— ব্রোমিন ধাতু নয়, এটি একটি অধাতু।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
Created: 5 days ago
A
ডিজেল
B
পেট্রোল
C
অকটেন
D
সিএনজি
ডিজেল পোড়ালে বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) তৈরি হয়। তবে মনে রাখতে হবে, ডিজেল দহনের সময় সবচেয়ে বেশি নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
যদি ডিজেলে সালফারের পরিমাণ বেশি থাকে, তবে তার জারণ প্রক্রিয়ায় বেশি সালফার অক্সাইড নির্গত হবে। আর যদি সালফার কম থাকে, তবে তুলনামূলক কম সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ, নির্গত সালফার ডাই-অক্সাইডের পরিমাণ সরাসরি নির্ভর করে ডিজেলে উপস্থিত সালফারের ওপর।
অন্যদিকে, ডিজেল যেহেতু একটি হাইড্রোকার্বন জ্বালানি, তাই এর দহনে সবসময় কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও পানি (H₂O) উৎপন্ন হয়। আসলে সব ধরনের হাইড্রোকার্বনের দহনে এই দুটি পদার্থই তৈরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের Energy Information Administration (EIA)–এর তথ্য অনুযায়ী,
২০১৮ সালে শুধু ডিজেল পোড়ানোর কারণেই প্রায় ৪৬১ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছিল। এটি ছিল ঐ বছরের যুক্তরাষ্ট্রের মোট CO₂ নিঃসরণের প্রায় ৯%।
উৎস: doe.portal.gov.bd & U.S. Energy Information Administration (EIA) Websites.

0
Updated: 5 days ago
সংকর ধাতু পিতলের উপাদান -
Created: 4 weeks ago
A
তামা ও টিন
B
তামা ও দস্তা
C
তামা ও নিকেল
D
তামা ও সিসা
সংকর ধাতু পিতলের উপাদান হলো- তামা ও দস্তা।
সংকর ধাতু
- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়।
- একাধিক ধাতুকে গলিত অবস্থায় মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়।
- সাধারণত বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়ে থাকে।
যেমন বিশুদ্ধ স্বর্ণ দিয়ে গয়না তৈরি করা হয় না কারণ বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় গয়না টেকসই হয় না। স্বর্ণের সাথে সামান্য পরিমান রূপা মিশ্রিত করে গয়না তৈরি করা হয়।
- আবার লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়। মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago
অ্যালটিমিটার (Altimeter) কি?
Created: 2 weeks ago
A
তাপ পরিমাপক যন্ত্র
B
উষ্ণতা পরিমাপক যন্ত্র
C
গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
D
উচ্চতা পরিমাপক যন্ত্র
অ্যালটিমিটার – এটি একটি যন্ত্র যা উড়োজাহাজ বা অন্যান্য যানবাহনের উচ্চতা মাপতে সাহায্য করে।
-
ক্যালরিমিটার – তাপমাত্রা পরিবর্তন পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
-
ম্যানোমিটার – গ্যাস বা বায়ুর চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
-
ট্যাকোমিটার – এটি উড়োজাহাজের চলমান গতি বা RPM (প্রতি মিনিটে ঘূর্ণনের সংখ্যা) পরিমাপ করে।
-
ওডোমিটার – মোটরগাড়ির মোট চলমান দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
-
অডিওমিটার – শব্দের তীব্রতা বা উচ্চতা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
উৎস: ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)

0
Updated: 2 weeks ago