রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
A
কৃষ্ণকান্তের উইল
B
চোখের বালি
C
গৃহদাহ
D
পথের পাঁচালী
উত্তরের বিবরণ
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং প্রকাশের সময়কালে এটি বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
-
উপন্যাসটির মূল চরিত্র রোহিনী—একজন বিধবা নারী—যার মাধ্যমে লেখক নৈতিকতা ও শিল্পবোধের দ্বন্দ্বকে অত্যন্ত জটিলভাবে উপস্থাপন করেন।
-
বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই গ্রন্থটি চারবার পুনর্মুদ্রিত হয়, যা তার জনপ্রিয়তা ও তাৎপর্য নির্দেশ করে।
-
উপন্যাসটির মুখ্য চরিত্র:
-
রোহিনী
-
গোবিন্দলাল
-
ভ্রমর
-
👤 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮ সাল, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে (বর্তমান পশ্চিমবঙ্গ)।
-
সাহিত্যচর্চার সূচনা করেন ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা লিখে।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম: ললিতা তথা মানস।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
প্লট নির্মাণ, চরিত্র রচনা, তাদের বিকাশ ও পরিবর্তনে তিনি ছিলেন অদ্বিতীয়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
দুর্গেশনন্দিনী
-
কপালকুন্ডলা
-
বিষবৃক্ষ
-
মৃণালিণী
-
রজনী
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
-
কৃষ্ণকান্তের উইল
🖋️ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধসমূহ:
-
লোকরহস্য
-
কমলাকান্তের দপ্তর
-
বিবিধ সমালোচনা
-
সাম্য
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর,
বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম,
বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'বিষাদ সিন্ধু' একটি-
Created: 3 weeks ago
A
গবেষণা গ্রন্থ
B
ধর্মবিষয়ক প্রবন্ধ
C
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
D
আত্মজীবনী
বিষাদ-সিন্ধু উপন্যাস
-
লেখক ও খ্যাতি: মীর মশাররফ হোসেনের খ্যাতি প্রধানত বিষাদ-সিন্ধু উপন্যাসের জন্য।
-
প্রকাশকাল: ১৮৮৫–১৮৯১।
-
ধরণ ও বিষয়: ইতিহাসভিত্তিক উপন্যাস; ইমাম হাসান ও হোসেনের করুণ মৃত্যুকাহিনি, দামেস্কের অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা যুদ্ধের বর্ণনা মূল বিষয়।
-
ঐতিহাসিক সত্যতা: মূল ঘটনাগুলো ইতিহাসভিত্তিক হলেও, লেখক ইতিহাসের অন্ধ অনুসরণ করেননি।
-
রচনা: উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত:
-
মহরম পর্ব (উপক্রমণিকা + ২৬টি অধ্যায়)
-
উদ্ধার পর্ব (৩০টি অধ্যায়)
-
এজিদ-বধ পর্ব (৫টি অধ্যায় + উপসংহার)
-
-
জনপ্রিয়তার কারণ:
-
ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনির কারণে সাধারণ মুসলিম পাঠকের কাছে জনপ্রিয়।
-
জাদুকরী ভাষা ও রচনাশৈলীর কারণে সাহিত্যরসিকের কাছে প্রিয়।
-
জয়নাবের রূপসুন্দর্য ও এজিদের রূপতৃষ্ণার পরিণতি নিয়ে বর্ণিত বিপর্যয় কাহিনি উপন্যাসটিকে সর্বজনীন করে তুলেছে।
-
-
সাহিত্যিক প্রভাব: অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট চেতনা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে গ্রহণ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
'পদ্মরাগ' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 3 weeks ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
C
শওকত ওসমান
D
বুদ্ধদেব বসু
• পদ্মরাগ (উপন্যাস):
-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস।
-
এটি প্রথম মুসলিম রচিত উপন্যাস।
-
এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তর্নিহিত ক্লেদ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
-
অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই উপন্যাসের গুরুত্ব রয়েছে।
রোকেয়া সাখাওয়াত হোসেন:
-
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে।
-
বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়।
-
মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অধিকার আদায়ের লক্ষ্যে তিনি ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
-
তাঁর ইংরেজি গ্রন্থ Sultana’s Dream তিনি নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
-
এটি একটি প্রতীকধর্মী রচনা, যেখানে বর্ণিত Lady Land বা ‘‘নারীস্থান’’ মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতিচ্ছবি।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর
-
Sultana’s Dream
-
পদ্মরাগ
-
অবরোধবাসিনী
এছাড়া তিনি অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গরচনা ও অনুবাদ রচনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago