Choose the best option.
The manager gave his team a ________ speech to motivate them before the deadline.
A
tongue-in-cheek
B
candid
C
deadpan
D
pep talk
উত্তরের বিবরণ
Correct Idiom/Expression: pep talk
Complete Sentence:
-
The manager gave his team a pep talk speech to motivate them before the deadline.
-
Bangla Meaning: সময়সীমার আগেই দলকে উদ্দীপনা জোগাতে ম্যানেজার একটি প্রেরণামূলক কথা বললেন।
Options Discussion:
-
ক) tongue-in-cheek
-
অর্থ: রসিক বা ব্যঙ্গাত্মক মন্তব্য
-
উদাহরণ: His comment was tongue-in-cheek, so don’t take it seriously.
-
প্রাসঙ্গিক নয়, কারণ এখানে বক্তব্যটি প্রেরণাদায়ক, ব্যঙ্গাত্মক নয়।
-
-
খ) candid
-
অর্থ: সরল, স্পষ্ট ও সত্যবাদী বক্তব্য
-
উদাহরণ: She gave a candid opinion about the project.
-
প্রেরণাদায়ক বক্তব্যের জন্য যথার্থ নয়।
-
-
গ) deadpan
-
অর্থ: নির্লিপ্ত বা আবেগহীন বক্তব্য
-
উদাহরণ: He delivered a deadpan joke that no one laughed at.
-
হাস্যরসাত্মক বা আবেগহীন বক্তৃতার জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।
-
-
ঘ) pep talk ✅
-
অর্থ: উৎসাহব্যঞ্জক বা প্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তৃতা
-
উদাহরণ: Before the game, the coach gave the team a pep talk to boost their confidence.
-
এখানে ম্যানেজার দলকে প্রেরণা দিচ্ছেন, তাই সঠিক উত্তর।
-
Final Answer: ঘ) pep talk
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 weeks ago
Which of the following is an example of a postscript?
Created: 2 weeks ago
A
Dear John,
B
P.S. Don’t forget to bring your book.
C
Sincerely,
D
Thank you for your time.
Postscript (P.S.)
Definition:
-
An additional remark at the end of a letter, after the signature, introduced by ‘P.S.’
-
Extra information or a message added after the main content of the letter.
-
Bangla: পুনশ্চ; চিঠির মূল অংশের পরে অতিরিক্ত তথ্য বা বার্তা।
-
Latin Origin: postscriptum → “written after”
Example:
-
P.S. Don’t forget to bring your book. ✅
Explanation:
-
Begins with P.S. and adds extra information at the end of the letter.
-
Other parts like Dear John, (salutation), Sincerely, (closing), or Thank you for your time are not postscript.
Source:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 weeks ago
What does the idiom "wear and tear" most closely mean?
Created: 2 weeks ago
A
Sudden damage caused by an accident
B
Normal damage caused by regular use
C
Completely new and unused condition
D
Careful preservation and maintenance
Idiom: wear and tear
Meaning:
-
English: Damage that naturally and inevitably occurs as a result of normal use
-
Bangla: নিয়মিত ব্যবহারের ফলে স্বাভাবিকভাবে যে ক্ষয় বা ক্ষতি হয়
Example Sentence:
-
The insurance policy does not cover damage from normal wear and tear.
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 weeks ago
'May Allah help you' What kind of sentence is this?
Created: 3 months ago
A
Optative
B
Imperative
C
Assertive
D
Exclamatory
• 'May Allah help you' - is an Optative Sentence.
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) জন্য প্রার্থনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.
• More Examples of Optative Sentences:
- May your journey be safe and enjoyable.
- May you find success in every step you take.
• অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে।
যথা-
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।
- যেমন - Never tell a lie.
4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 3 months ago