Which sentence in a paragraph is often called the "Terminator" because it wraps up the paragraph?
A
Topic sentence
B
Supporting detail
C
New idea sentence
D
Concluding sentence
উত্তরের বিবরণ
Terminator in a Paragraph
Definition:
-
The last sentence of a paragraph is called the Terminator because it completes the discussion of the paragraph.
-
Bangla: প্যারাগ্রাফের শেষের বাক্য, যা পুরো আলোচনাকে সমাপ্ত করে।
Key Point:
-
The Concluding Sentence is the terminator.
-
It summarizes the main idea or topic of the paragraph and signals to the reader that the discussion has ended.
Structure of a Paragraph:
-
Topic Sentence: Introduces the main idea.
-
Supporting Details: Strengthen or elaborate the main idea.
-
New Idea Sentence: Introduces a new idea or transition.
-
Concluding Sentence / Terminator: Summarizes and ends the paragraph.
Importance of Terminator:
-
Provides a clear and definite idea of the paragraph’s main thought.
-
Signals completion of the paragraph.
-
Strengthens the paragraph by giving it a conclusive ending.
-
Makes the paragraph effective and complete.
Summary:
Concluding sentence = Terminator = Paragraph-ending sentence that wraps up the discussion clearly.

0
Updated: 2 months ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 3 weeks ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
“It is impossible to love and be wise” উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তিনি মনে করতেন, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে, কারণ ভালোবাসা আবেগনির্ভর এবং যুক্তি ও বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্য দর্শনশাস্ত্রবিদ যেমন Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যদিও যুক্তিবাদী, তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। সুতরাং, এই উক্তিটি Bacon-এর মতবাদে ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতকে বেশি জোর দিয়ে দেখায়।
-
Francis Bacon:
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban।
-
অন্য নামে পরিচিত: Sir Francis Bacon।
-
একজন essayist, lawyer, statesman, philosopher, এবং ইংরেজি ভাষার দিক থেকে দক্ষ সাহিত্যিক।
-
তিনি তার প্রবন্ধগুলোর worldly wisdom-এর জন্য স্মরণীয়।
-
-
কিছু বিখ্যাত উক্তি:
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
-
-
প্রসিদ্ধ কাজসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis
-

0
Updated: 2 weeks ago
Transform it into a simple sentence:
After he had finished the work, he went to bed.
Created: 4 weeks ago
A
He finished the work and went to bed.
B
Having finished the work, he went to bed.
C
As he finished the work, he went to bed.
D
He was tired after the work.
এই প্রশ্নে complex sentence-কে simple sentence-এ রূপান্তরের নিয়ম প্রয়োগ করতে হবে। সঠিক উত্তর হলো— Having finished the work, he went to bed.
-
মূল বাক্য: After he had finished the work, he went to bed.
-
এটি একটি complex sentence, কারণ এখানে After he had finished the work subordinate clause হিসেবে কাজ করছে এবং he went to bed হলো independent clause।
-
Simple sentence-এ কেবল একটি main (independent) clause থাকে। subordinate clause-এর পরিবর্তে সেখানে একটি participle phrase বা অন্যান্য সহায়ক phrase ব্যবহৃত হয়।
-
তাই complex sentence-কে simple sentence-এ রূপান্তর করার জন্য subordinate clause বাদ দিয়ে participle phrase ব্যবহার করা হয়েছে।
-
Having finished the work = “কাজ শেষ করে” → এটি subordinate clause-এর সমতুল্য অর্থ বহন করে।
-
Independent clause অপরিবর্তিত থেকে যায়: he went to bed.
-
ফলে রূপান্তরিত simple sentence হবে: Having finished the work, he went to bed.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He finished the work and went to bed → এটি compound sentence, কারণ দুটি main clause “and” দ্বারা যুক্ত হয়েছে।
-
গ) As he finished the work, he went to bed → এটি complex sentence, কারণ “as” subordinate conjunction।
-
ঘ) He was tired after the work → এটি মূল বাক্যের সমতুল্য নয়, কারণ অর্থ পরিবর্তিত হয়ে যায়।

0
Updated: 4 weeks ago
Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
Created: 3 weeks ago
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
সঠিক উত্তর হলো খ) methodical।
-
Complete sentence: The scientist was praised for her methodical approach to solving the complex problem, relying on data rather than assumptions.
-
ব্যাখ্যা:
-
Methodical মানে পদ্ধতিগত বা সুশৃঙ্খল, অর্থাৎ কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
-
এটি প্রশ্নে উল্লেখিত তথ্য-নির্ভর, গঠনমূলক পদ্ধতি-এর সাথে পুরোপুরি মানানসই।
-
-
অন্যান্য অপশনগুলো:
-
Arbitrary: ইচ্ছামতো, এলোমেলো; নেতিবাচক অর্থে ব্যবহৃত।
-
Capricious: খামখেয়ালী, পরিবর্তনশীল; উপযুক্ত নয়।
-
Reckless: দায়িত্বহীন বা ঝুঁকিপূর্ণ; প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
-

0
Updated: 2 weeks ago