What does the idiom "at loggerheads" mean?
A
In a state of strong disagreement
B
Working together peacefully
C
Ignoring each other
D
Being confused about a topic
উত্তরের বিবরণ
Idiom: At Loggerheads
Meaning:
-
English: In strong disagreement; in conflict
-
Bangla: তীব্র মতবিরোধে লিপ্ত; দ্বন্দ্বে জড়িত
Example Sentence:
-
The manager and the employees are at loggerheads over the new policy.
Explanation:
-
“At loggerheads” ব্যবহার করা হয় যখন দুই বা ততোধিক পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব বা মতবিরোধ থাকে।
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
What does the idiom "Take the bull by the horns" mean?
Created: 2 months ago
A
Complain about a situation without acting
B
Ask someone else to solve a problem
C
Confront a problem directly and confidently
D
Avoid a difficult situation
Idiom: take the bull by the horns
Meaning in English: to deal with a difficult situation in a brave and determined way
Meaning in Bangla: সাহসিকতার সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা
Example Sentence:
-
She decided to take the bull by the horns and start her own business despite the risks.
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
What does "buttress" mean when used as a verb?
Created: 3 weeks ago
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
What is the meaning of idiom "Bag and baggage"?
Created: 1 week ago
A
Leaving nothing behind
B
Heavy things
C
Own property
D
Valuable goods
Bag and baggage একটি প্রচলিত ইংরেজি বাগ্ধারা (Idiom), যা এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যখন কেউ সবকিছু সাথে নিয়ে কোথাও থেকে চলে যায়, অর্থাৎ কিছুই ফেলে রেখে যায় না। এটি সম্পূর্ণ প্রস্থান বা চূড়ান্ত ত্যাগের ধারণা প্রকাশ করে।
ইংরেজি অর্থ: With all possessions; completely.
বাংলা অর্থ: তল্পিতল্পাসহ; সবকিছু সাথে নিয়ে।
উদাহরণ বাক্য:
-
He left the place bag and baggage.
বাংলা অর্থ: সে তল্পিতল্পাসহ স্থানটি ছেড়ে চলে গেল।
উল্লিখিত অপশনগুলোর অর্থ:
-
Leaving nothing behind: পিছনে কিছুই না রেখে যাওয়া।
-
Heavy things: ভারী জিনিসপত্র।
-
Own property: নিজস্ব সম্পত্তি।
-
Valuable goods: দামী জিনিসপত্র।
অপশন বিশ্লেষণ:
‘Bag and baggage’ বাগ্ধারাটি ‘সবকিছু সাথে নিয়ে চলে যাওয়া’ বা ‘পিছনে কিছুই না রেখে চলে যাওয়া’—এই অর্থে ব্যবহৃত হয়। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Leaving nothing behind’-ই এর অর্থের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর হলো: ‘Bag and baggage’ idiom-এর অর্থ – Leaving nothing behind.

0
Updated: 1 week ago