A
তাপমণ্ডল
B
আয়নমণ্ডল
C
স্ট্রাটোমণ্ডল
D
ট্রপোমণ্ডল
উত্তরের বিবরণ
ট্রপোমণ্ডল (Troposphere)
-
অবস্থান: বায়ুমন্ডলের নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত
-
বৈশিষ্ট্য: মেঘ, বৃষ্টি, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির ও কুয়াশা তৈরি হয়
-
শেষ প্রান্ত: ট্রপোবিরতি (Tropopause)
-
উচ্চতা:
-
নিরক্ষীয় অঞ্চলে: প্রায় ১৬–১৯ কিমি
-
মেরু অঞ্চলে: প্রায় ৮ কিমি
-
বায়ুমণ্ডলের স্তর
-
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ৫ স্তর:
-
ট্রপোমণ্ডল
-
স্ট্রাটোমণ্ডল
-
মেসোমণ্ডল
-
তাপমণ্ডল
-
এক্সোমণ্ডল
-
-
প্রথম তিনটি স্তর → সমমণ্ডল (Homosphere)
-
শেষ দুইটি স্তর → বিষমমণ্ডল (Heterosphere)

1
Updated: 2 weeks ago
হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের আধিক্য রয়েছে কোন স্তরে?
Created: 1 week ago
A
ট্রপোমণ্ডল
B
আয়নোমণ্ডল
C
মেসোমণ্ডল
D
এক্সোমন্ডল
এক্সোমন্ডল (Exosphere):
- তাপমন্ডলের উপরে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে এক্সোমণ্ডল বলে।
- এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।
- এক্সোমন্ডল, তাপমণ্ডল অতিক্রম করে ৯৬০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়।
- এটি ক্রমান্বয়ে আন্তগ্রহ স্থান (Interplanetary Space) এ প্রবেশ করে।
- এ স্তরের তাপমাত্রা প্রায় ৩০০° সেলসিয়াস থেকে ১৬৫০° সেলসিয়াস পর্যন্ত হয়।
- এ স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস যেমন- অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এবং হিলিয়াম ধারণ করে, কেননা মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে।

0
Updated: 1 week ago
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
Created: 1 week ago
A
০.০০৩%
B
০.২%
C
০.০৩%
D
০.০৫%
বায়ুমণ্ডল:
- বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.০৩%।
- বায়ুমণ্ডল এর প্রধান উপাদান দুটি- নাইট্রোজেন ও অক্সিজেন।
- সবচেয়ে বেশী রয়েছে নাইট্রোজেন। যা ৭৮.০২%।
- সবচেয়ে কম ধূলিকণা ও কনিকা। যা ০.০১%।
- জলীয় বাষ্প রয়েছে- ০.৪১%।

0
Updated: 1 week ago
বায়ুমণ্ডলে
কোন উপাদান সবচেয়ে বেশি রয়েছে?
Created: 2 weeks ago
A
অক্সিজেন
B
নাইট্রোজেন
C
জলীয়বাষ্প
D
ধূলিকণা
ও কনিকা
বায়ুমণ্ডল
-
প্রধান উপাদান: নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন
-
বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে নাইট্রোজেন ও অক্সিজেন একত্রে: ৯৮.৭৩%
-
সবচেয়ে কম উপাদান: ধূলিকণা ও কনিকা (০.০১%)
-
বাকি ১.২৭%: অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প ও কণিকা
-
ওজোন স্তর: সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎ রক্ষা করে
0
Updated: 2 weeks ago