A
এডেন
উপসাগর
B
ব্যাফিন
উপসাগর
C
পানামা
উপসাগর
D
ওমান
উপসাগর
উত্তরের বিবরণ
এডেন উপসাগর:
- এডেন উপসাগর ভারত মহাসাগরের একটি সম্প্রসারণ,
- যা আরব উপদ্বীপ এবং আফ্রিকান মহাদেশের মাঝখানে অবস্থিত।
- এই উপসাগরটি বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে লোহিত সাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করে।
- এটি ঐতিহাসিকভাবে এরিত্রীয় সাগরের অংশ হিসেবে পরিচিত।
- দূরপ্রাচ্য ও ইউরোপের মধ্যে তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
- আডেন উপসাগর সুয়েজ খাল-ভিত্তিক নৌপথেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করে।

0
Updated: 2 weeks ago