What does "Square meal" mean?
A
অর্ধেক খাবার
B
পুষ্টিকর খাবার
C
রাতের খাবার
D
জলভাত
উত্তরের বিবরণ
The correct answer is - খ) পুষ্টিকর খাবার।
• Square meal
- English Meaning: A substantial, satisfying, and balanced meal; a full or complete meal.
- Bangla Meaning: পুষ্টিকর খাবার।
• Example Sentence
- We need three square meals a day.
- Bangla Meaning: আমাদের দিনে তিন বেলা পুষ্টিকর খাবার প্রয়োজন।

0
Updated: 1 month ago
Several footnotes were appended to the text. Here 'appended' means -
Created: 2 weeks ago
A
Changed
B
Added
C
Hidden
D
Ignored
English Meaning: To add something to the end of a piece of writing. (লেখার শেষে কিছু যোগ করা।)
Bangla Meaning: লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
প্রদত্ত বাক্য: Several footnotes were appended to the text.
'Appended' শব্দের অর্থ:
এই বাক্যে 'appended' শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যে টেক্সট বা লেখার শেষে কয়েকটি ফুটনোট যোগ করা হয়েছিল।
ক) Changed (পরিবর্তন করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
খ) Added (যোগ করা): এটি 'appended' এর সঠিক অর্থ। ফুটনোটগুলো টেক্সটের শেষে যোগ করা হয়েছে।
গ) Hidden (লুকানো): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
ঘ) Ignored (উপেক্ষা করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
সিদ্ধান্ত: "Several footnotes were appended to the text." - এই বাক্যে 'appended' এর অর্থ হলো Added (যোগ করা)।

0
Updated: 2 weeks ago
Choose the correct meaning of the following words "Handy"
Created: 2 months ago
A
comfortable
B
useful
C
convenient to handle or use
D
necessary
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "Convenient to handle or use" এবং "Useful" — এই দুটি শব্দই ‘Handy’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
তবে অপশনগুলোতে একাধিক সঠিক উত্তর থাকায় নির্দিষ্টভাবে সঠিক উত্তর নির্বাচন করা সম্ভব হয়নি।
• Handy
ইংরেজি অর্থ: সহজে ব্যবহারযোগ্য বা পরিচালনাযোগ্য; উপকারী।
বাংলা অর্থ: হাতে কাজ করার ক্ষেত্রে দক্ষ; কার্যকরী বা কুশলী।
• দেওয়া অপশনগুলোর মধ্যে —
ক) Comfortable – আরামদায়ক
খ) Useful – দরকারি, ব্যবহার্য, উপকারী
গ) Convenient to handle or use – সহজে ব্যবহারের উপযোগী; সুবিধাজনক
ঘ) Necessary – প্রয়োজনীয়, অপরিহার্য
তথ্যসূত্র:
-
Collins Dictionary
-
বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 2 months ago
Ruminant
Created: 3 months ago
A
Cud-chewing animal
B
Soup
C
Gossip
D
Noise-maker
The word 'Ruminant' means - Cud-chewing animal.
• ‘Ruminant’ শব্দটির অর্থ — জাবর কাটা প্রাণী।
• Ruminant (noun):
-
ইংরেজি অর্থ: এমন একধরনের প্রাণী যারা তাদের খাদ্য গিলে ফেলার পর পুনরায় তা মুখে তুলে চিবিয়ে খায়; যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা হরিণ।
-
বাংলা অর্থ: রোমন্থনকারী বা জাবর কাটা প্রাণী।
• অপরদিকে:
-
Soup: তরল খাদ্যবিশেষ; ঝোল বা স্যুপ।
-
Gossip: গালগল্প বা ভিত্তিহীন আলোচনা; জল্পনা।
-
Noise-maker: যিনি বা যা গোলমাল সৃষ্টি করে।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. কেমব্রিজ ডিকশনারি।

0
Updated: 3 months ago