এক কথায় প্রকাশ করুন- 'যা বলা হয়নি'
A
অউক্ত
B
অব্যক্ত
C
অনুক্ত
D
অব্যাক্ত
উত্তরের বিবরণ
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- ‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 5 months ago
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:
0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
Created: 1 month ago
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
‘সকলের জন্য প্রযোজ্য’ – এক কথায় কী হবে?
Created: 4 weeks ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
সর্বজনস্বীকৃত
D
সর্বজনগ্রাহ্য
“সকলের জন্য প্রযোজ্য” বলতে বোঝানো হয়—যা সব মানুষ বা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারও জন্য আলাদা নয়। এর একক শব্দ হচ্ছে “সর্বজনীন”।
-
সর্বজনীন = সর্ব (সব) + জন (মানুষ) + য়ীন (সম্পর্কিত) → অর্থাৎ সবার জন্য প্রযোজ্য, সর্বত্র মান্য।
-
সার্বজনীন শব্দটিও বাংলায় প্রচলিত, তবে এটি সংস্কৃত রূপ “সার্ব” (সব) থেকে এসেছে। আধুনিক প্রমিত বাংলায় “সর্বজনীন” শব্দটিই সঠিক ও প্রচলিত।
-
সর্বজনস্বীকৃত = যা সবাই স্বীকার করে নিয়েছে।
-
সর্বজনগ্রাহ্য = যা সবাই গ্রহণ করেছে বা মান্য করেছে।
তবে এ দুটো (স্বীকৃত/গ্রাহ্য) “সকলের জন্য প্রযোজ্য” অর্থ প্রকাশ করে না, বরং “সবার কাছে গ্রহণযোগ্য” বোঝায়।
তাই সঠিক উত্তর: সর্বজনীন।
0
Updated: 4 weeks ago