A
এশিয়া ও আফ্রিকা
B
ইউরোপ ও আফ্রিকা
C
এশিয়া ও ইউরোপ
D
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরের বিবরণ
কাস্পিয়ান সাগর:
-
কাস্পিয়ান সাগর (Caspian Sea) হলো পৃথিবীর সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় হ্রদ।
-
যদিও এটি সাগরের মতো দেখায়, প্রকৃতপক্ষে এটি একটি হ্রদ।
-
এটি এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থান করছে।
-
আয়তনে এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
-
কাস্পিয়ান সাগরের আয়তন: ৩,৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
-
প্রধান নদীসমূহ: ভলগা, ইউরাল, কুরা ও তেরেক, যা এতে পানি সরবরাহ করে।
-
-
অবস্থান ও সীমান্ত:
-
এটি পাঁচটি দেশের সীমান্তে অবস্থিত: রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তান।
-
এশিয়া ও ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।
-
উৎস: World Atlas

0
Updated: 2 weeks ago