A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
উত্তরের বিবরণ
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
-
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩য়।
-
-
ধান উৎপাদনে শীর্ষ ৫ দেশ (ভাগের শতাংশ অনুযায়ী):
১. ভারত – ২৮%
২. চীন – ২৭%
৩. বাংলাদেশ – ৭%
৪. ইন্দোনেশিয়া – ৬%
৫. ভিয়েতনাম – ৫%
উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
How many physiographic units is the land of Bangladesh divided into?
Created: 1 week ago
A
26
B
18
C
20
D
17
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিটে ভাগ করা হয়।
-
৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়।
-
কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
-
বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
-
ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে:
-
খরিফ ফসল
-
রবি ফসল
-
-
খরিফ ফসল: বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
-
রবি ফসল: শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 week ago
কৃষিতে 'দোয়েল' কোন ফসলের উন্নত জাত?
Created: 2 days ago
A
ধান
B
গম
C
তামাক
D
ভুট্টা
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল
-
উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
উন্নত জাতের তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 2 days ago
বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১২২টি
B
১৩৪টি
C
১৪৮টি
D
১৫৩টি
দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য:
-
বর্তমানে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে।
-
রপ্তানী প্রধান দেশসমূহ: কুয়েত, কাতার, সৌদি আরব, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ।
-
উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্য:
-
পাট ও পাটজাত দ্রব্য
-
সুগন্ধি চাল
-
শাক-সবজি ও ফলমূল: হিমায়িত আলু, কচু, পটোল, কচুমুখি, লাউ, পেঁপে, শিম, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, আম, কাঁঠাল, লেবু, লিচু, লটকন, আমড়া, পেয়ারা, শুকনা বরই ইত্যাদি।
-
চা, ফুল, নানা ধরনের মসলা: কালিজিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিরিয়ানি মসলা, কারি মসলা
-
তামাক, ড্রিংকস, ড্রাই ফুডস
-
-
ড্রাই ফুডস: বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্র্যাকার, বাদাম ইত্যাদি; এগুলোর মধ্যে রুটি, বিস্কুট ও চানাচুরজাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল, ফলের রস, মসলা, পানীয়, জ্যাম-জেলি সবচেয়ে বেশি রপ্তানি হয়।
-
২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্য: কৃষিপণ্য রপ্তানি থেকে ১.১২ বিলিয়ন ডলার আয় অর্জন।
-
উৎস: কালের কণ্ঠ

0
Updated: 2 weeks ago