ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [আগস্ট, ২০২৫]
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
উত্তরের বিবরণ
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
-
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩য়।
-
-
ধান উৎপাদনে শীর্ষ ৫ দেশ (ভাগের শতাংশ অনুযায়ী):
১. ভারত – ২৮%
২. চীন – ২৭%
৩. বাংলাদেশ – ৭%
৪. ইন্দোনেশিয়া – ৬%
৫. ভিয়েতনাম – ৫%
উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্ব প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?
Created: 5 months ago
A
ইলিশ মাছ
B
জামালপুরের নকশী কাঁথা
C
কালোজিরা চাল
D
জামদানি শাড়ি
- ইলিশ মাছ: পরে জিআই স্বীকৃতি পেয়েছে (২০১৭ সালে)।
- জামালপুরের নকশী কাঁথা: জিআই স্বীকৃতিপ্রাপ্ত, তবে জামদানির পরে।
- কালোজিরা চাল: এটি কিছু সময় পরে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

0
Updated: 5 months ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
How many physiographic units is the land of Bangladesh divided into?
Created: 1 month ago
A
26
B
18
C
20
D
17
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিটে ভাগ করা হয়।
-
৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়।
-
কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
-
বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
-
ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে:
-
খরিফ ফসল
-
রবি ফসল
-
-
খরিফ ফসল: বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
-
রবি ফসল: শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 month ago