রূপসী বাংলার কবি-
A
জসীমউদদীন
B
জীবনানন্দ দাশ
C
কালিদাস রায়
D
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ। তিনি আধুনিক বাংলা কবিতার একজন পথিকৃত এবং স্বতন্ত্র কাব্যভাষার স্রষ্টা হিসেবে পরিচিত।
জন্ম ও পারিবারিক পটভূমি
-
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল, ব্রিটিশ ভারত।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ – স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ – একজন কবি।
উপাধি ও পরিচিতি
জীবনানন্দ দাশ তাঁর নিঃসঙ্গতা, প্রকৃতিপ্রেম এবং বিমূর্ত ভাবধারার জন্য পরিচিত ছিলেন। তাঁর কিছু পরিচিত উপাধি হলো:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
প্রধান রচনাসমূহ
কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধ:
-
কবিতার কথা
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
Created: 1 month ago
A
আলাওল
B
চন্দ্রাবতী
C
মুকুন্দদাস
D
মুক্তারাম চক্রবর্তী
মুকুন্দদাস – ‘চারণকবি’
-
মুকুন্দদাসের জন্ম ঢাকার বিক্রমপুরে। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
-
তিনি রামানন্দ নামে এক সাধকের কাছে দীক্ষা গ্রহণের পর মুকুন্দদাস নামে পরিচিত হন।
-
১৯২২ সালের অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন–এ তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ গান ও যাত্রাপালা লিখে ও পরিবেশন করেন, যা সাধারণ মানুষকে জাগ্রত করে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে ‘চারণকবি’ উপাধিতে ভূষিত করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে: সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র।
-
মুকুন্দদাস সারাজীবনে সাতশো মেডেল ও অসংখ্য পুরস্কার লাভ করেন, তবে আজও তিনি মূলত ‘চারণকবি’ হিসেবেই স্মরণীয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 1 month ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
সুকান্ত ভট্টাচার্য
D
বেনজীর আহমেদ
'কাটা-কুঞ্জে বসি' তুই গাঁথিবি মালিকা,
দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা।'- পঙ্ক্তিটি কবি কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্ভুক্ত।
• ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থ:
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খ্রিষ্টাব্দে ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- মোট ১৯টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে।
------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’।
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- নতুন চাঁদ,
- প্রলয় শিখা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago