কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
A
নিখুঁত
B
আনমনা
C
অবহেলা
D
নিমরাজী
উত্তরের বিবরণ
• ফারসি উপসর্গ ‘নিম’ যোগে গঠিত শব্দ- নিমরাজী।
বাংলা ভাষায় "উপসর্গ" হলো এমন কিছু শব্দাংশ, যেগুলো ধাতুর বা মূল শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা যায়:
১. খাঁটি বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
🔹 ১. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষার নিজস্ব উপসর্গগুলোকেই খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। মোট ২১টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। উদাহরণ:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
(বি.দ্র.: ‘আ’, ‘বি’, ‘নি’, ‘সু’ এই উপসর্গগুলো তৎসম উপসর্গ হিসেবেও দেখা যায়।)
✔ উদাহরণ:
-
আনমনা – ‘আন’ (খাঁটি বাংলা উপসর্গ) + ‘মনা’
-
নিখুঁত – ‘নি’ (খাঁটি বাংলা উপসর্গ) + ‘খুঁত’
🔹 ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গগুলোকে তৎসম উপসর্গ বলা হয়। এগুলোর সংখ্যা প্রায় ২০টি।
উপসর্গগুলো হলো: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
✔ উদাহরণ:
-
অবহেলা – ‘অব’ (তৎসম উপসর্গ) + ‘হেলা’
🔹 ৩. বিদেশি উপসর্গ
বাংলা ভাষায় বহু বিদেশি শব্দের পাশাপাশি কিছু বিদেশি উপসর্গও গৃহীত হয়েছে। এই উপসর্গগুলোর নির্দিষ্ট সংখ্যা নেই।
বিদেশি উপসর্গের উৎসভেদে উদাহরণ দেওয়া হলো:
▣ ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
▣ আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের
▣ উর্দু উপসর্গ: হর
▣ ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ
✔ উদাহরণ:
-
নিমরাজী – ‘নিম’ (ফারসি উপসর্গ) + ‘রাজী’
🔸 উপসংহার:
বাংলা ভাষায় উপসর্গের ব্যবহার শব্দগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসর্গের উৎস ও প্রকৃতি অনুযায়ী তাদের শ্রেণিবিন্যাস ভাষা শিক্ষার্থীদের নির্মিতিবিদ্যার গভীরতা অনুধাবনে সহায়ক হয়।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 months ago
বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?
Created: 1 month ago
A
২২টি
B
২১টি
C
২০টি
D
২৩টি
যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি।

0
Updated: 1 month ago
কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
Created: 3 weeks ago
A
একেলে
B
দোকানি
C
বাবুয়ানা
D
নিদারুন
‘নি’ উপসর্গের ব্যবহার:
-
নিশ্চয় অর্থে: নির্ণয়, নিবারণ
-
নিষেধ অর্থে: নিবৃত্তি
-
আতিশয্য অর্থে: নিদাঘ, নিদারুণ
-
অভাব অর্থে: নিষ্কলুষ, নিষ্কাম
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ:
-
বাবু + আনা → বাবুয়ানা
-
দোকান + ই → দোকানি
-
একাল + এ → একেলে

0
Updated: 3 weeks ago
রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 3 weeks ago
A
শব্দের ব্যঞ্জনা
B
উচ্চারণ-প্রক্রিয়া
C
উপসর্গ
D
ধ্বনির বিন্যাস
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
বিশেষ গুরুত্ব: শব্দগঠন প্রক্রিয়া (উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ)।
অর্থতত্ত্ব
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ/ব্যঞ্জনা নিয়ে আলোচনা করে।
ধ্বনিতত্ত্ব
-
আলোচ্য বিষয়: ধ্বনি ও বর্ণ।
-
মূল বিষয়: বাগযন্ত্র, উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল ইত্যাদি।

0
Updated: 3 weeks ago