কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? 

Edit edit

A

নিখুঁত 

B

আনমনা 

C

অবহেলা 

D

নিমরাজী

উত্তরের বিবরণ

img

বাংলা ভাষায় "উপসর্গ" হলো এমন কিছু শব্দাংশ, যেগুলো ধাতুর বা মূল শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা যায়:

১. খাঁটি বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ

🔹 ১. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষার নিজস্ব উপসর্গগুলোকেই খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। মোট ২১টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। উদাহরণ:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
(বি.দ্র.: ‘আ’, ‘বি’, ‘নি’, ‘সু’ এই উপসর্গগুলো তৎসম উপসর্গ হিসেবেও দেখা যায়।)

✔ উদাহরণ:

  • আনমনা – ‘আন’ (খাঁটি বাংলা উপসর্গ) + ‘মনা’

  • নিখুঁত – ‘নি’ (খাঁটি বাংলা উপসর্গ) + ‘খুঁত’

🔹 ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গগুলোকে তৎসম উপসর্গ বলা হয়। এগুলোর সংখ্যা প্রায় ২০টি।
উপসর্গগুলো হলো: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

✔ উদাহরণ:

  • অবহেলা – ‘অব’ (তৎসম উপসর্গ) + ‘হেলা’

🔹 ৩. বিদেশি উপসর্গ
বাংলা ভাষায় বহু বিদেশি শব্দের পাশাপাশি কিছু বিদেশি উপসর্গও গৃহীত হয়েছে। এই উপসর্গগুলোর নির্দিষ্ট সংখ্যা নেই।
বিদেশি উপসর্গের উৎসভেদে উদাহরণ দেওয়া হলো:

▣ ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
▣ আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের
▣ উর্দু উপসর্গ: হর
▣ ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ

✔ উদাহরণ:

  • নিমরাজী – ‘নিম’ (ফারসি উপসর্গ) + ‘রাজী’

🔸 উপসংহার:
বাংলা ভাষায় উপসর্গের ব্যবহার শব্দগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসর্গের উৎস ও প্রকৃতি অনুযায়ী তাদের শ্রেণিবিন্যাস ভাষা শিক্ষার্থীদের নির্মিতিবিদ্যার গভীরতা অনুধাবনে সহায়ক হয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

Created: 2 months ago

A

 নেতিবাচক 

B

বিয়োগান্ত 

C

নঞর্থক 

D

অজানা

Unfavorite

0

Updated: 2 months ago

কোনটি বিদেশি উপসর্গ নয়? 

Created: 2 months ago

A

রাম 

B

নিম 

C

আম 

D

বর

Unfavorite

0

Updated: 2 months ago

‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? 

Created: 2 months ago

A

শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে 

B

শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে 

C

দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম 

D

দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক

Unfavorite

0

Updated: 2 months ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD