শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন- 

A

বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন 

B

বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন 

C

বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন 

D

বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন

উত্তরের বিবরণ

img

শুদ্ধ বাক্য:
 বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন।

● বিশ্লেষণ:
 অপশন ‘ক’-তে ‘দরিদ্রের’ শব্দটির বানান অশুদ্ধ।
 অপশন ‘ঘ’-তে ‘স্বীকার’ শব্দ ব্যবহৃত হওয়ায় বাক্যের অর্থগত অসংগতি দেখা দেয়, কারণ এখানে ‘শিকার হন’ উপযুক্ত, ‘স্বীকার করেন’ নয়।

● গুরুত্বপূর্ণ তথ্য:
 ‘দারিদ্রতা’ শব্দটি একটি অপপ্রয়োগ। এটি ‘দারিদ্র্য’ বা ‘দরিদ্রতা’ নয়।
 ঠিক তেমনি, ‘দৈন্যতা’ শব্দটিও ভুল, যার শুদ্ধ রূপ ‘দৈন্য’।

● নিয়ম:
 ‘তা’, ‘ত্ব’, ও ‘য’ — এ তিনটি বিশেষ্যবাচক প্রত্যয়। এরা কেবলমাত্র বিশেষণ শব্দকে বিশেষ্যরূপ দিতে পারে।
 ফলে কোনো শব্দ যদি পূর্ব থেকেই বিশেষ্য হয়, তার সঙ্গে এই প্রত্যয় যুক্ত করা অনুচিত। যেমন:
 ‘দীন’ (বিশেষণ) + ‘য’ = ‘দৈন্য’ (বিশেষ্য)।
 এই ‘দৈন্য’ এর সঙ্গে আবার ‘তা’ যুক্ত করে ‘দৈন্যতা’ বললে তা ভুল হয়।

● কিছু সাধারণ অপপ্রয়োগ ও তাদের শুদ্ধ রূপ:

অশুদ্ধ শব্দশুদ্ধ রূপ
অধৈর্যতাঅধৈর্য / ধীরতা
আলস্যতাআলস্য / অলসতা
ঐক্যতাঐক্য / একতা
দৈন্যতাদৈন্য / দীনতা
কার্পণ্যতাকার্পণ্য / কৃপণতা
উৎস:

 ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

নিচের কোনটি শুদ্ধ বাক্য?

Created: 1 month ago

A

গাছে কাঁঠাল মাথায় তেল।

B

এটা লজ্জাকর ব্যাপার।

C

কালীদাস খ্যাতমান কবি।

D

একের লাঠি দশের বোঝা।

Unfavorite

0

Updated: 1 month ago

 কোনটি অশুদ্ধ বাক্য?

Created: 1 week ago

A

হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।

B

এ কথা প্রমাণিত হয়েছে।

C

তারা বাড়ি যাচ্ছে।

D


অতিশয় দুঃখিত হলাম।

Unfavorite

0

Updated: 1 week ago

শুদ্ধ বাক্য কোনটি? 

Created: 1 month ago

A

সারা দেশব্যাপী দিবসটি উদ্‌যাপন করা হবে। 

B

সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে। 

C

দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে। 

D

সারা দেশে দিবসটি উদ্‌যাপন করা হবে।

Unfavorite

0

Updated: 1 month ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD