রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
A
কৃষ্ণকান্তের উইল
B
চোখের বালি
C
গৃহদাহ
D
পথের পাঁচালী
উত্তরের বিবরণ
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং প্রকাশের সময়কালে এটি বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
-
উপন্যাসটির মূল চরিত্র রোহিনী—একজন বিধবা নারী—যার মাধ্যমে লেখক নৈতিকতা ও শিল্পবোধের দ্বন্দ্বকে অত্যন্ত জটিলভাবে উপস্থাপন করেন।
-
বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই গ্রন্থটি চারবার পুনর্মুদ্রিত হয়, যা তার জনপ্রিয়তা ও তাৎপর্য নির্দেশ করে।
-
উপন্যাসটির মুখ্য চরিত্র:
-
রোহিনী
-
গোবিন্দলাল
-
ভ্রমর
-
👤 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮ সাল, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে (বর্তমান পশ্চিমবঙ্গ)।
-
সাহিত্যচর্চার সূচনা করেন ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা লিখে।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম: ললিতা তথা মানস।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
প্লট নির্মাণ, চরিত্র রচনা, তাদের বিকাশ ও পরিবর্তনে তিনি ছিলেন অদ্বিতীয়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
দুর্গেশনন্দিনী
-
কপালকুন্ডলা
-
বিষবৃক্ষ
-
মৃণালিণী
-
রজনী
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
-
কৃষ্ণকান্তের উইল
🖋️ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধসমূহ:
-
লোকরহস্য
-
কমলাকান্তের দপ্তর
-
বিবিধ সমালোচনা
-
সাম্য
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর,
বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম,
বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
ফররুখ আহমেদ
C
বেগম রোকেয়া
D
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
'একটি কালো মেয়ের কথা' বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, যা ১৯৭১ সালে প্রকাশিত হয় এবং তাঁর সর্বশেষ উপন্যাস হিসেবে পরিচিত।
-
অন্যান্য উপন্যাসসমূহ:
-
হাঁসুলী বাঁকের উপকথা
-
চৈতালি ঘূর্ণি
-
আরোগ্য নিকেতন
-
সপ্তপদী
-
কবি
-
পঞ্চগ্রাম
-
গণদেবতা
-
ধাত্রীদেবতা
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস নয়?
Created: 1 month ago
A
লালসালু
B
চাঁদের অমাবস্যা
C
বহিপীর
D
কাঁদো নদী কাঁদো
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। তিনি ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিসেস মেরি সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন, এবং পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।
-
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
-
উপন্যাসসমূহ:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
-
0
Updated: 1 month ago
'আমাদের সংস্কৃতি' প্রবন্ধের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
আবু জাফর শামসুদ্দিন
B
আনিসুজ্জামান
C
আবুল হাসান
D
মুহাম্মদ এনামুল হক
‘আমাদের সংস্কৃতি’ আনিসুজ্জামান রচিত একটি প্রবন্ধ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের উৎসব’ (২০০৮) গ্রন্থ থেকে সংকলিত। প্রবন্ধটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালির জীবনচেতনাকে কেন্দ্র করে বর্ণনা করা হয়েছে। এখানে উঠে এসেছে, কীভাবে আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলার সংস্কৃতিতে বিশ্বের নানা জাতির প্রভাব মিলিত হয়েছে এবং তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ ও বহুমাত্রিক করেছে। সেই সঙ্গে প্রবন্ধে জোর দেওয়া হয়েছে বাংলার প্রকৃতি ও ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ও লোকসংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ায়। প্রবন্ধে সাহিত্য, সংগীত, চিত্রকলা, মাটির ভাস্কর্য, কারুশিল্প ও বয়ন শিল্পের প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। মূলত প্রবন্ধটি বাঙালি ও বাংলা অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, লোকসংস্কৃতি, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবনা সম্পর্কে পাঠককে সচেতন করে।
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু হয় ঢাকার প্রিয়নাথ হাইস্কুল থেকে এবং পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজ থেকে আই.এ. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন গবেষক ও প্রাবন্ধিক হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। তিনি ২০২০ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন।
আনিসুজ্জামানের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মুসলিম বাংলার সাময়িক পত্র
-
স্বরূপের সন্ধানে
-
আঠারো শতকের বাংলা চিঠি
-
পুরোনো বাংলা গদ্য
0
Updated: 4 weeks ago