বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
উত্তরের বিবরণ
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 month ago
'হিজবুল্লাহ' কোন দেশভিত্তিক সামরিক সংগঠন?
Created: 2 weeks ago
A
সিরিয়া
B
লেবানন
C
জর্ডান
D
লিবিয়া
হিজবুল্লাহ হলো লেবাননের শিয়া সম্প্রদায়ভুক্ত একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠন, যা গৃহযুদ্ধ ও বিদেশি আগ্রাসনের প্রেক্ষাপটে উত্থিত হয়েছে। এটি লেবাননে রাজনৈতিক প্রভাব রাখার পাশাপাশি কার্যত “রাষ্ট্রের ভেতরে আলাদা রাষ্ট্র” হিসেবে পরিচিত।
-
হিজবুল্লাহ: লেবাননের শিয়া সম্প্রদায়ভুক্ত সামরিক ও রাজনৈতিক সংগঠন।
-
প্রতিষ্ঠা: ১৯৮৫ সালে প্রকাশ্যে আত্মপ্রকাশ; পেছনের প্রেক্ষাপট ১৯৮২ সালের ইসরাইলি আগ্রাসন ও লেবাননের গৃহযুদ্ধ।
-
নৈতিক ও রাজনৈতিক দর্শন: ইসলামিক জাতীয়তাবাদী, ইহুদিবাদ বিরোধী এবং পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
-
সামরিক শক্তি: লেবাননে একটি শক্তিশালী গেরিলা গ্রুপের জন্ম দেয়।
-
রাজনৈতিক প্রভাব: লেবানন সরকারে প্রতিনিধিত্ব করে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
বৃহৎ সংঘাত: ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে।

0
Updated: 2 weeks ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 1 month ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
’The last Supper’ দেয়ালচিত্রের চিত্রকর কে?
Created: 1 month ago
A
মাইকেল এঞ্জেলো
B
লিওনার্দো দা ভিঞ্চি
C
ভিনসেন্ট ভ্যান গগ
D
পাবলো পিকাসো
The Last Supper হলো লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত দেয়ালচিত্র, যা খ্রিস্টধর্মের ঐতিহাসিক দৃশ্যকে চিত্রিত করে।
-
এটি ইটালির মিলান শহরের "সান্তা মারিয়া দেলে গ্রাজি" গির্জায় সংরক্ষিত।
-
দেয়ালচিত্রটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছিল।
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন প্রখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও উদ্ভাবক।
-
তিনি প্রথমবার এরিয়াল পরিপ্রেক্ষিত (aerial perspective) ব্যবহার করেন।
-
বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা (La Gioconda, ইতালীয় নাম), যা পপলার প্যানেলের উপর তেলরঙে আঁকা এবং ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত।
-
অন্য উল্লেখযোগ্য কাজ: ভার্জিন অব দ্য রকস (Virgin of the Rocks)
উৎস:

0
Updated: 1 month ago