A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
No subjects available.
উত্তরের বিবরণ
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Created: 2 weeks ago
A
ইয়াংসিকিয়াং নদী
B
আমুর নদী
C
হোয়াংহো নদী
D
মেকং নদী
ইয়াংসিকিয়াং (Yangtze River)
-
অবস্থান: এশিয়া, চীন
-
দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)
-
বিশ্ব র্যাঙ্ক: পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী
-
উৎপত্তি: তিব্বতের মালভূমি
-
প্রবাহ: পশ্চিম থেকে পূর্ব চীনের উপত্যকা ধরে, পূর্ব চীন সাগরে পতিত
-
অববাহিকা বিস্তৃতি:
-
পশ্চিম থেকে পূর্ব: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
উত্তর থেকে দক্ষিণ: প্রায় ৬০০ মাইল (১,০০০ কিমি)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে-
Created: 2 weeks ago
A
৩ শতাংশ
B
৪ শতাংশ
C
২ শতাংশ।
D
২.৫ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৫-২০২৬)
-
সংস্থা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
২০২৫ সালের পূর্বাভাস: ৩% (আগের পূর্বাভাস: ২.৮%)
-
২০২৬ সালের পূর্বাভাস: ৩.১%
-
ট্রেন্ড: প্রবৃদ্ধি করোনাপূর্ব গড় (৩.৭%) এর নিচে রয়ে গেছে
-
বিশ্লেষণ: ২০২৫ সালে প্রবৃদ্ধি আগের তুলনায় ০.২%-পয়েন্ট বৃদ্ধি পেতে পারে
উৎস: দৈনিক প্রথম আলো

0
Updated: 2 weeks ago
স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে-
Created: 2 weeks ago
A
বেরিং প্রণালী
B
জিব্রাল্টার প্রণালী
C
ডোভার প্রণালী
D
দার্দানেলিস প্রণালী
প্রণালী সম্পর্কিত তথ্য
১. জিব্রাল্টার প্রণালী
-
সংযোগ: আটলান্টিক মহাসাগর ↔ ভূমধ্যসাগর
-
ভূগোল: আফ্রিকা ↔ ইউরোপ
-
দেশসমূহ: স্পেন ↔ মরক্কো
২. ডোভার প্রণালী
-
সংযোগ: ইংলিশ চ্যানেল ↔ উত্তর সাগর
-
পথক: ফ্রান্স ↔ ব্রিটেন
৩. দার্দানেলিস প্রণালী
-
সংযোগ: ইজিয়ান সাগর ↔ মরমর সাগর
-
পথক: এশিয়া ↔ ইউরোপ
৪. বেরিং প্রণালী
-
সংযোগ: উত্তর সাগর ↔ বেরিং সাগর
-
পথক: আমেরিকা ↔ এশিয়া
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago