A
পারমাণবিক বর্জ্য নিষ্কাশন
B
জলাভূমি সংরক্ষণ করা
C
বৈশ্বিক অর্থনীতি উন্নয়ন করা
D
পর্যটন উন্নয়ন করা
উত্তরের বিবরণ
রামসার সাইট
-
কনভেনশন: রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি
-
স্বাক্ষর: ১৯৭১, ইরানের রামসার শহরে
-
উদ্দেশ্য:
-
জলাভূমি সংরক্ষণ
-
সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২
-
রামসার সাইট সংখ্যা: ২টি
-
বাংলাদেশের রামসার সাইট: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর
উৎস: Ramsar Convention ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 2 weeks ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
আন্তর্জাতিক বিষয়াবলি
I have a dream-মার্টিন লুথার কিং জুনিয়র
আন্তর্জাতিক বিষয়াবলী
No subjects available.
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 2 weeks ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago