'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
উত্তরের বিবরণ
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 months ago
যুদ্ধবন্দীদের সুরক্ষা সম্পর্কিত জেনেভা কনভেনশন কোনটি?
Created: 3 weeks ago
A
১ম জেনেভা কনভেনশন
B
২য় জেনেভা কনভেনশন
C
৩য় জেনেভা কনভেনশন
D
৪র্থ জেনেভা কনভেনশন
জেনেভা কনভেনশন হলো একটি আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এটি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত। চুক্তিটি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে। এই চুক্তিগুলোকে সাধারণভাবে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।
-
প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা
-
দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা এবং চিকিৎসা; ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে স্বাক্ষরিত
-
তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ
-
চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়
উল্লেখ্য, কনভেনশনগুলোর সংশোধন ও আধুনিকায়ন:
-
১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলো উন্নত ও আধুনিক করা হয়
-
১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রটোকল যুক্ত করা হয়
-
এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে
উৎস:

0
Updated: 3 weeks ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 2 months ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 2 months ago