কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
A
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
B
জৈব নিরাপত্তা
C
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক বাণিজ্য নীতি
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
সংজ্ঞা: এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
উদ্দেশ্য: জৈবপ্রযুক্তি সংক্রান্ত সুরক্ষা এবং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ।
-
অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে – শহরের নামানুসারে প্রোটোকলের নামকরণ।
-
গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিয়েল শহরে গৃহীত ও কার্যকর।
-
স্বাক্ষর: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
স্বাক্ষর: ২০০০
-
অনুমোদন: ২০০৪
উৎস: UNTC ওয়েবসাইট [লিঙ্ক]

0
Updated: 1 month ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 months ago
G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
WTO- এর প্রথম অধিবেশন
B
UNCTAD- এর প্রথম অধিবেশন
C
UNESCO- এর প্রথম অধিবেশন
D
FAO- এর প্রথম অধিবেশন
Group of 77 একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উপস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৫ জুন, ১৯৬৪
-
প্রতিষ্ঠাস্থল: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন এবং জাতিসংঘে সমন্বিত অবস্থান প্রকাশ
-
প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ [আগস্ট ২০২৫], তবে নাম G-77 ঐতিহাসিক কারণে অপরিবর্তিত রাখা হয়েছে
-
বাংলাদেশ: ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে
-
সাম্প্রতিক কার্যক্রম: ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক বৈষম্য কমানোর আহ্বান জানানো হয়
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখযোগ্য,
-
প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭
-
ঐ সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়
-
এর ফলে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন Chapter প্রতিষ্ঠা করে
উৎস:

0
Updated: 3 weeks ago
OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 2 months ago
A
২০১০ সালে
B
২০০৭ সালে
C
২০১৩ সালে
D
২০১৫ সালে
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: ১৯৩টি
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি
-
বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করেছে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
উল্লেখযোগ্য অর্জন: OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 months ago