A
কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা
B
যুদ্ধবিরতি চুক্তি গঠন
C
সামরিক সহযোগিতা বৃদ্ধি
D
বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা
No subjects available.
উত্তরের বিবরণ
ভিয়েনা কনভেনশন-১৯৬১
-
চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations
-
উদ্দেশ্য: স্বাগতিক দেশকে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা প্রদান।
-
গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ যদি এই ধারার বিরুদ্ধে কাজ করে, তবে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
সাক্ষর: ১৯৬৫ সালে ভারত, এবং ১৯৭৮ সালে বাংলাদেশ এই চুক্তিতে সই করে।
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ করা।
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা।
-
কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
INTERPOL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।

0
Updated: 2 weeks ago
OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 2 weeks ago
A
২০১০ সালে
B
২০০৭ সালে
C
২০১৩ সালে
D
২০১৫ সালে
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: ১৯৩টি
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি
-
বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করেছে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
উল্লেখযোগ্য অর্জন: OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সুন্দা প্রণালী কোন দুটি সমুদ্র বা সাগরকে যুক্ত করে?
Created: 2 weeks ago
A
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ভারত মহাসাগর ও জাভা সাগর
C
জাভা সাগর ও চীন সাগর
D
আরব সাগর ও দক্ষিণ চীন সাগর
সুন্দা প্রণালী
-
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
-
এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
-
সুন্দা প্রণালী ছাড়া আরও একটি প্রণালী, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
সুন্দা প্রণালীর সর্বনিম্ন প্রস্থ প্রায় ২৪ কি.মি এবং সর্বনিম্ন গভীরতা প্রায় ২০ মিটার।
অন্যান্য প্রণালী
-
পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
-
ফরমোজা প্রণালী: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
-
জিব্রাল্টার প্রণালী: ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
উৎস: WorldAtlas

0
Updated: 2 weeks ago