ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
উত্তরের বিবরণ
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 2 months ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 1 week ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

0
Updated: 1 week ago
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Created: 2 months ago
A
রিও ডি জেনেইরো, ব্রাজিল
B
নাইরোবি, কেনিয়া
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
স্টকহোম, সুইডেন
সংক্ষেপে স্টকহোম সম্মেলন (1972):
-
পূর্ণ নাম: United Nations Conference on the Human Environment
-
স্থান: স্টকহোম, সুইডেন
-
সময়: ৫–১৬ জুন, ১৯৭২
-
ফলশ্রুতি:
-
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) গঠিত হয়
-
"স্টকহোম ঘোষণা" (২৬ দফা) গৃহীত হয়
-
-
গুরুত্ব:
-
এটিই ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক পরিবেশ বিষয়ক সম্মেলন
-
পরিবেশ সুরক্ষা ইস্যুটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পায়
-
👉 এটি সাধারণত Environment / International Conference / UN Initiatives থেকে প্রশ্ন আসে।

0
Updated: 2 months ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 3 weeks ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:

0
Updated: 3 weeks ago