In which sentence is the use of “ephemeral” incorrect or awkward?
A
The diamond’s value was ephemeral.
B
The sunset’s colors were ephemeral.
C
Their fame turned out to be ephemeral.
D
Life’s most beautiful moments are often ephemeral.
উত্তরের বিবরণ
Adjective: Ephemeral
Meaning:
-
English: Lasting for a very short time
-
Bangla: অতি ক্ষণস্থায়ী; ক্ষণিকের জন্য স্থায়ী
উদাহরণ বাক্য (Correct Usage)
-
The beauty of a butterfly is ephemeral.
-
Their romance was passionate but ephemeral.
-
Spring flowers are ephemeral in nature.
ব্যাখ্যা:
-
Ephemeral সাধারণত সময়-নির্ভর কোনো বিষয় যেমন অনুভূতি, মুহূর্ত, রঙ, খ্যাতি ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।
-
দীর্ঘস্থায়ী বা স্থায়ী কোনো বস্তু বা মূল্য (যেমন হীরার মূল্য) বোঝাতে এটি ব্যবহার করা অসঙ্গত।
-
হীরার ক্ষেত্রে যদি পরিবর্তনশীলতা বোঝাতে হয়, তখন unstable, fluctuating, volatile শব্দ ব্যবহার করা উপযুক্ত।
ভুল ব্যবহার উদাহরণ
-
The diamond’s value was ephemeral. ❌
-
হীরার মূল্য সাধারণত দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, তাই ephemeral ব্যবহার প্রাসঙ্গিক নয়।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary

0
Updated: 2 months ago
I know what he thinks. (passive)
Created: 1 month ago
A
What he thinks is known to me.
B
What he thinks was known by me.
C
What he thinks is being known to me.
D
What he thinks has been known by me.
The correct sentence: ক) What he thinks is known to me.
-
Know এর passive রূপ হলো is known।
-
Noun clause What he thinks বাক্যের subject হিসেবে আছে।
-
এটি Present Tense-এ বাক্যের অর্থ ঠিক রাখে এবং passive voice-এর নিয়ম অনুসারে গঠিত।
Passive Voice of Complex Sentence:
-
Complex sentence-এ একটি clause subject বা object হিসেবে ব্যবহার হতে পারে।
-
Active voice-এর object যদি clause হয়, passive voice-এ তা subject হিসেবে আসে।
-
Active voice-এর subject যদি clause হয়, passive voice-এ তা object হিসেবে আসে।
-
Clause-এর মধ্যকার verb পরিবর্তিত হয় না।
Examples:
-
Act: I know what he thinks. → Pass: What he thinks is known to me.
-
Act: He showed me what he had made. → Pass: What he had made was shown me by him.
-
Act: She said what she knew. → Pass: What she knew was said by her.
-
Act: We will explain why we want to do it. → Pass: Why we want to do it will be explained by us.
-
Act: What he has done will save his family. → Pass: His family will be saved by what he has done.
Other options:
-
খ) What he thinks was known by me. → Past Simple Passive; মূল বাক্যের Present Tense-এর সঙ্গে মিল নেই।
-
গ) What he thinks is being known to me. → Present Continuous Passive; know সাধারণত continuous কাজ বোঝায় না।
-
ঘ) What he thinks has been known by me. → Present Perfect Passive; অর্থ “আমি ইতিমধ্যেই জানি”, মূল Present Tense-এর সঙ্গে মিল নেই।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Which one in incorrect?
Created: 1 month ago
A
There is nobody who does not have any needs.
B
There is nobody who has some needs.
C
There is nobody who has no needs.
D
None of them
The required answer is - খ) There is nobody who has some needs.
ব্যাখ্যা:
-
বাক্যের অর্থ: “কেউ নেই যার কিছু চাহিদা আছে,” যা অর্থবহ নয়, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা থাকে।
Affirmative থেকে Negative করার নিয়ম:
-
Affirmative: Everybody has some needs.
-
Negative: There is nobody who has no needs.
অথবা: There is nobody who does not have any needs.
অথবা: There is nobody but has some needs.
আরও উদাহরণ:
-
Aff.: A mother loves her child.
Neg.: There is no mother who does not love her child.
অথবা: There is no mother but loves her child. -
Aff.: Everybody likes flowers.
Neg.: There is nobody who does not like flowers.
অথবা: There is nobody but likes flowers.
নোট: ক এবং গ অপশনগুলো সঠিক।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 3 weeks ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
“Alone, alone, all, all alone” এই উক্তিটি এসেছে The Rime of the Ancient Mariner কবিতা থেকে। এটি স্যামুয়েল টেলর কলরিজের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণা-এর বর্ণনা রয়েছে।
-
The Rime of the Ancient Mariner:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরন: Lyric poem
-
কাহিনী: এক প্রাচীন সমুদ্রযাত্রী অজানা কারণে Albatross নামক পাখিকে হত্যা করে এবং সেই পাপের ফলশ্রুতিতে তাকে দীর্ঘ সময়ের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়।
-
কবিতায় একাকীত্ব, অপরাধবোধ, এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
-
The Raven: Edgar Allan Poe-এর গথিক কবিতা, শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে লেখা।
-
Treasure Island: Robert Louis Stevenson-এর অ্যাডভেঞ্চার গল্প, দ্বীপ ও গুপ্তধনের কাহিনী।
-
Moby Dick: Herman Melville-এর উপন্যাস, বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের গল্প।
-
সুতরাং, “Alone, alone, all, all alone” উক্তিটি The Rime of the Ancient Mariner-এর সাথে সবচেয়ে প্রাসঙ্গিক।

0
Updated: 2 weeks ago