She danced like no one was watching.
The underlined part is an example of -
A
Adverb clause
B
Noun clause
C
Principal clause
D
Adjective clause
উত্তরের বিবরণ
Adverb Clause of Manner
Example:
-
She danced like no one was watching.
-
Underlined part: like no one was watching → Adverb Clause
-
কারণ: এটি verb ‘danced’ কিভাবে ঘটেছে তা নির্দেশ করছে → Adverb clause of manner
-
Adverb Clause সংজ্ঞা
-
যে subordinate clause বাক্যে adverb-এর মতো কাজ করে, অর্থাৎ verb-এর time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে তাকে Adverb Clause বা Adverbial Clause বলে।
-
Adverb Clause of Manner: Subordinate clause যা কাজটি কীভাবে ঘটলো তা নির্দেশ করে।
-
সাধারণত how, as, as if, like দিয়ে শুরু হয়।
-
Verb কে How দিয়ে প্রশ্ন করলে এর উত্তর হয় Adverb Clause of Manner।
-
More Examples
-
She cooks like she was born to do it. → Underlined part: Adverb Clause
-
He behaves like he owns the place. → Underlined part: Adverb Clause

0
Updated: 1 month ago
Finish your homework while the sun is still up.
Here "while the sun is still up" is -
Created: 1 month ago
A
Adverbial clause
B
Adjective clause
C
None of these
D
Noun clause
Sentence:
Finish your homework while the sun is still up.
-
Underlined clause: while the sun is still up → Adverbial Clause
Explanation:
-
Adverbial Clause = Subordinate clause যা verb বা বাক্যের অন্য অংশ modify করে।
-
এখানে while the sun is still up বলে কখন কাজটি করা উচিত (time)।
-
Adverbial Clauses সাধারণত প্রকাশ করে: time, place, cause, effect, purpose, manner, condition, degree, result।
Examples:
-
He stayed calm while everyone else was panicking.
-
Please stay quiet while the teacher is speaking.
Quick Tip:
-
Adverbial Clause = clause that answers when, where, why, how, under what condition regarding the verb.

0
Updated: 1 month ago
She stayed at home because she was feeling sick.
Here, the underlined clause is a/ an -
Created: 1 week ago
A
Adverbial clause of manner
B
Adverbial clause of time
C
Adverbial clause of place
D
Adverbial clause of reason
Complete sentence: She stayed at home because she was feeling sick.
-
Bangla Meaning: সে বাসায় ছিল কারণ তার অসুস্থ লাগছিল।
• Adverbial Clause of Reason:
-
Principal clause এর কাজ সম্পাদন হওয়া বা না হওয়ার কারণকে বুঝায়।
-
এটি সাধারণত As, Since, For, Because, That ইত্যাদি conjunction দিয়ে শুরু হয়।
-
Conjunction বাক্যের শুরুতে থাকলে, কমা পর্যন্ত অংশটি Adverbial Clause এবং পরের অংশ Principal Clause হয়।
যেমন: Because she was feeling sick, she stayed at home. -
Conjunction বাক্যের মাঝে থাকলে, Conjunction থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত অংশটি Adverbial Clause হয়।
যেমন: She stayed at home because she was feeling sick. -
Adverbial Clause of Reason, Principal Clause এর আগে বা পরে বসতে পারে।
-
আগে বসলে Clause শেষে কমা বসে।
-
পরে বসলে কমা বসে না।
-
• Correct Answer: The underlined clause is an Adverbial Clause of Reason.
• Note:
01. Since ও As এর পরিবর্তে Seeing that ব্যবহার করা যায়, যখন তা in view of the fact বোঝায়।
যেমন: Seeing that the room is already full, the meeting may begin now.
02. So যোগ করে এই Clause-কে দুটি Principal Clause-এ প্রকাশ করা যায়।
যেমন: Since it was too dark to go on, we camped there.
→ It was too dark to go on, so we camped there.
• Other options:
-
Adverbial Clause of Manner: Principal Clause-এর কাজ কীভাবে সম্পন্ন হয় তা বোঝায়। (as, as if, like, how, however দ্বারা শুরু হয়)
-
Adverbial Clause of Time: Principal Clause-এর কাজ সম্পন্ন হওয়ার সময় বোঝায়। (as soon as, before, after, when, since, etc.)
-
Adverbial Clause of Place: Principal Clause-এর কাজ কোথায় সম্পন্ন হয় তা বোঝায়। (where, wherever, whence দ্বারা শুরু হয়)

0
Updated: 1 week ago
He walks like he owns the place. The underlined part is an examples of -
Created: 1 month ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
None of these
Sentence:
He walks like he owns the place.
Analysis:
Underlined part: “like he owns the place”
এটি Adverb Clause এর উদাহরণ।
বিশেষভাবে, এটি Adverb Clause of Manner।
Reason:
এটি “কিভাবে” (manner) তিনি হাঁটছেন তা বর্ণনা করছে।
যেহেতু এটি verb walks কে modify করছে, এটি adverbial clause।
Adverb Clause:
যে subordinate clause বাক্যে adverb এর মতো কাজ করে তাকে adverb clause বলে।
তারা সাধারণত সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, ফলাফল, ধরন/মার্গ ইত্যাদি প্রকাশ করে।
Adverb Clause of Manner:
কাজটি কিভাবে ঘটছে তা বোঝায়।
সাধারণত how, as, as if, like দিয়ে শুরু হয়।
Verb কে “How?” প্রশ্ন করলে পাওয়া যায় adverb clause of manner।

0
Updated: 1 month ago